ফকির থেকে রাজা, বচ্চন বা খান নয়, একসময় ফল বেচত বলিউডের সবথেকে ধনী এই পরিবার!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের নামী খানদান (Bollywood Family) বলতে যে নামগুলি সবার আগে মাথায় আসে তারা হলেন কাপুর পরিবার, বচ্চন পরিবার এবং খান পরিবার। নামযশ, অর্থ সবদিক দিয়েই বর্ধিষ্ণু এই তিন পরিবার। কিন্তু জানলে অবাক হবেন, এদের মধ্যে কেউই কিন্তু বর্তমানে বলিউডের সবথেকে ধনী পরিবার (Bollywood Family) নয়। বরং সেই উপাধি ছিনিয়ে নিয়েছে অন্য এক খ্যাতনামা পরিবার।

এরাই বলিউডের সবথেকে ধনী পরিবার (Bollywood Family)

তারা হলেন কুমার পরিবার। না, অক্ষয় কুমারের কথা হচ্ছে না। বরং বলা হচ্ছে ভূষণ কুমারের কথা, যিনি টি সিরিজের একাধারে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। বলিউডি সঙ্গীত দুনিয়ার শীর্ষে বসে রয়েছে এই সংস্থা। পাশাপাশি একের পর এক সিনেমাও তৈরি হচ্ছে তাদের ব্যানারে। বর্তমানে এই পরিবার (Bollywood Family) অর্থাৎ ভূষণ কুমার এবং দিব্যা কুমার খোসলার পরিবারই বলিউডে সবথেকে ধনী।

This is most rich bollywood family now

কীভাবে করলেন এত সম্পত্তি: সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ সর্বস্তরের সবথেকে ধনী ভারতীয়দের একটি তালিকা প্রকাশ্যে এনেছে। সেখানেই বলিউডি ব্যক্তিত্বদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন ভূষণ কুমার। অথচ তাঁদের শুরুটা কিন্তু একেবারেই আশাব্যঞ্জক ছিল না। ভূষণ কুমারের বাবা গুলশন কুমার দিল্লিতে ছিলেন একজন ফল বিক্রেতা। সত্তরের দশকে বাবার সঙ্গে মিলে একটি মিউজিক ক্যাসেট বিক্রির দোকান অধিগ্রহণ করেন তাঁরা। সেখান থেকেই তাঁদের ভাগ্য বদলের কাহিনি শুরু।

আরো পড়ুন : মুখ্য চরিত্রে না পসন্দ, রণবীরকে ভিলেন ‘তমরাজ কিলবিশ’ বানাতে চান ‘OG’ শক্তিমান মুকেশ

কত টাকার মালিক তারা: একে একে নিজস্ব রেকর্ড লেবেল, সুপার ক্যাসেট শুরু করেন তাঁরা। জন্ম হয় টি সিরিজের। বর্তমানে এই পরিবার (Bollywood Family) প্রায় ১০ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। এই সংস্থার রয়েছে দেশের মধ্যে অন্যতম বৃহত্তম মুভি স্টুডিও, একটি অভিনয় স্কুল এবং আরো কিছু সহকারী সংস্থা।

আরো পড়ুন : স্বাধীনতায় ভারতের অবদান অস্বীকার “অকৃতজ্ঞ” বাংলাদেশের! বিজয় দিবসে মোদীর পোস্টে গাত্রদাহ ইউনূসের

উল্লেখ্য, এক সময় বলিউডের সবথেকে ধনী পরিবারের (Bollywood Family) তকমা ছিল কাপুরদের দখলে। পরে তা যায় চোপড়াদের কাছে। বর্তমানে কুমারদের পরেই রয়েছে চোপড়া পরিবার, যাদের মোট সম্পত্তি প্রায় ৮০০০ কোটি টাকা। আর তারপর ৪৫০০ কোটি টাকা নিয়ে রয়েছে বচ্চন পরিবার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর