ব্রেকিং খবরঃ আচমকাই রাজনীতি থেকে সন্ন্যাসের ঘোষণা মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগহণ আগামী ৭ নভেম্বর হবে। আর তাঁর আগে সমস্ত রাজনৈতিক দলের নেতারা ভোটারদের নিজেদের পক্ষে করার জন্য জমিয়ে প্রচার করছে। আর আরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ এর রাষ্ট্রীয় সভাপতি নিতীশ কুমার (Nitish Kumar) একটি জনভায় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেন। উনি বলেন, ২০২০ এর বিহার বিধানসভা নির্বাচনই আমার শেষ নির্বাচন। জানিয়ে দিই, বিহার বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারের আজই শেষ দিন।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ধমদাহার র‍্যালিতে বলেন, আপনারা জেনে নিন আজ তৃতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। পরসু দিন নির্বাচন হবে, আর এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভালো যার, সব ভালো তাঁর। এবার আপনি বলুন, এদের ভোট দেবেন? আমাকে জয়ের মালা সমর্পিত করে দিন। ধন্যবাদ।

X