‘এটাই আমার শেষ টুইট! বাড়ি ঘিরে ফেলেছে পুলিস’, ফের গ্রেফতারির মুখে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে ইমরান খান। পুলিস তাঁর বাড়ি ঘিরে ফেলেছে, টুইট করে এই কথা জানালেন তিনি (Imran Khan)। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী দাবি করেন, সম্ভবত এটাই তাঁর শেষ টুইট। এরপরই আবারও গ্রেফতার হয়ে যাবেন তিনি। বুধবারই ইসলামাবাদের একটি কোর্টে একাধিক মামলায় জামিন পেয়েছিলেন ইমরান। তারপরেই বিকেলের দিকে তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিস।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমরান খানের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে পাঞ্জাব পুলিস (Punjab Police)। যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে।

   

এই ঘটনার কিছুক্ষণ আগেই পাঞ্জাব প্রদেশের এক আধিকারিক ঘোষণা করেন, নানা মামলায় অন্তত ৪০জন সন্দেহভাজনকে আশ্রয় দিয়েছেন ইমরান। মাত্র ২৪ ঘন্টার মধ্যে তাঁদের পুলিসের হাতে তুলে দিতে হবে।

তবে, একটু আগেই ইমরানকে ৩১ মার্চ পর্যন্ত একাধিক মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। এছাড়াও দু’টি মামলায় জুন মাস পর্যন্ত ইমরানের জামিন আগেই মঞ্জুর করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। সন্ত্রাসবিরোধী আদালতেও আগামী ১৯ মে পর্যন্ত আগাম জামিন পেয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও ইমরানের গ্রেপ্তারির আশঙ্কা প্রবল।

বুধবারে নিজের বাসভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ইমরান খান। ইউটিউবের মাধ্যমে তাঁর বক্তৃতা চলাকালীনই জামান পার্কের বাড়ি ঘেরাও করে বিরাট পুলিস বাহিনী। তাঁকে ফের গ্রেফতার করতেই পুলিস এত তোড়জোড় করে এসেছে বলেই মনে করেন প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী। টুইট করে তিনি বলেন, ‘পরবর্তী গ্রেফতার হওয়ার আগে সম্ভবত এটাই আমার শেষ টুইট। পুলিস আমার বাড়ি ঘিরে ফেলেছে।’ ইমরান খান যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর