১২ বছরের মধ্যে এই প্রথম রোম সফরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, জি-২০ বৈঠকে অংশ নিচ্ছেন মোদী

বাংলাহান্ট ডেস্কঃ জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে রোমে (rome) পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বিগত ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন। এদিন সকাল ৯ টা বেজে ৩০ মিনিট নাগাদ রোমে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২৯ শে অক্টোবর থেকে ২ রা নভেম্বর পর্যন্ত ঠাসা বিদেশ সফর রয়েছে প্রধানমন্ত্রীর। রোম সফরে গিয়ে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি ভারতীয় সময় ৩ টে বেজে ৩০ মিনিট নাগাদ গান্ধীমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদীজি। এরপর বিকেল ৫ টা বেজে ৩০ মিনিট নাগাদ রোমের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

927879 g20 osaka

বৈঠক শেষে ঐতিহাসিক স্থান ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গেও দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর তারপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসণের নিমন্ত্রণ রক্ষা করতে গ্লাসগোতে যাবেন প্রধানমন্ত্রী।

এই রোম সফর ইস‍্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘জি-২০ শীর্ষক সম্মেলনে এই সংগঠনের সঙ্গে যুক্ত দেশগুলোর রাষ্ট্রনায়করাও অংশ নেবেন। এই ১৬ তম জি-২০ শীর্ষক সম্মেলনে আমিও অংশ নেব। এখানে আমি মহামারি, স্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও স্বাস্থ্য পুনরুদ্ধারের বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করব’।

প্রধানমন্ত্রীর রোম সফর ইস‍্যুতে ইটালিতে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত নীনা মলহোত্র জানান, ‘বিগত ১২ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রোমে আসছেন। করোনা পরবর্তী কার্যক্রম শুরু হওয়ায়, জি-২০ শীর্ষক সম্মেলনে রোম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’।


Smita Hari

সম্পর্কিত খবর