পাত্তা পেলনা কেউই! সবাইকে টপকে দেশে নাম্বার ওয়ান হল Tata-র এই গাড়ি, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে দেশজুড়ে (India) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গাড়ি কেনার প্রবণতা। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ গাড়ি বাজারে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এদিকে, গাড়ি কেনার সময়ে মাইলেজ থেকে শুরু করে সেফটি ফিচার্স বিভিন্ন বিষয় ভালোভাবে মাথায় রাখতে হয়। আর এই সবদিক বিবেচনা করেই ভারতে সবথেকে বেশি বিক্রি হয়েছে Tata Punch SUV। জানি রাখি যে, এটি একটি 5 স্টার সেফটি রেটেড SUV। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Maruti Suzuki Wagon R। পাশাপাশি তৃতীয় স্থান দখল করেছে Hyundai Creta।

Tata Punch হল দেশের (India) নাম্বার ওয়ান গাড়ি:

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের (India) বেস্ট সেলিং গাড়ির খেতাব এর আগে ছিল Maruti Suzuki Wagon R-এর কাছে। তবে এখন এই শিরোপা জিতে নিয়েছে Tata Punch। এটি দেশের অন্যতম সস্তা SUV হিসেবে বিবেচিত হয়। এর পাশাপাশি Tata Punch তার হাই সেফটি ফিচার্সের জন্যও গ্রাহকদের কাছে তুমুল জনপ্রিয়। আর সেই কারণেই এই SUV-র বিক্রি ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

   

This is number one car of India.

প্রথম স্থানে Tata Punch: পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে Tata Punch-এর প্রায় 1.26 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। আর বিক্রির এই বিপুল সংখ্যাই Tata Punch-কে দেশের (India) এক নম্বর গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই SUV টির দাম যেমন সস্তা তেমন এটি ক্র্যাশ টেস্টে 5 স্টার সেফটি রেটিং পেয়েছে। জানিয়ে রাখি যে, Tata Punch-এর এক্স-শোরুম দাম 6.13 লক্ষ টাকা থেকে শুরু হয়।

আরও পড়ুন: জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন এই ৫ টি জিনিস! ঘুরে যাবে ভাগ্যের চাকা, প্রতিটি ক্ষেত্রে হবে উন্নতি

ভারতের সেরা 3 টি গাড়ি: বিক্রির নিরিখে Tata Punch দেশের (India) এক নম্বর গাড়ি। এদিকে, এই পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে Maruti Suzuki Wagon R। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে Wagon R-এর প্রায় 1.16 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। Punch-এর আগে, Wagon R ছিল ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। এদিকে, এই নির্দিষ্ট সময়ে Hyundai Creta-র 1.09 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এই তালিকায় Creta তৃতীয় স্থানে রয়েছে। এদিকে, এই সামগ্রিক পরিসংখ্যান থেকে এটা বোঝা যাচ্ছে যে SUV কেনার ক্ষেত্রে ভারতীয় গ্রাহকেরা কিন্তু পিছিয়ে নেই।

আরও পড়ুন: আজব কাণ্ড! পাকিস্তানের পার্লামেন্ট এবার ধেড়ে ইঁদুরের দখলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামছে শিকারি বিড়াল

Tata Punch কেন সেরা: জানিয়ে রাখি, Tata Punch-এর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই SUV-তে গ্রাহকেরা কম দামে দুর্দান্ত ফিচার্স পান। এছাড়াও, আরও একটি বড় বিষয় হল এই SUV বিভিন্ন অপশনে পাওয়া যায়। অর্থাৎ, এটির পেট্রোল, CNG এবং ইলেকট্রিক ভার্সন ইতিমধ্যেই উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, একটি বাজেট ফ্রেন্ডলি এবং নিরাপদ SUV হিসেবে গ্রাহকদের কাছে Tata Punch একটি দুর্দান্ত গাড়ি হিসেবে বিবেচিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর