বাংলাহান্ট ডেস্ক : কূটনৈতিক দিক দিয়ে যতই ভারতের সঙ্গে বিরোধিতা থাকুক না কেন, ভারতীয় ছবি (Indian Film) কিন্তু চিনে বেশ জনপ্রিয়। বিশেষ করে বলিউড ছবি, গান চিনের মানুষদের খুবই পছন্দের। দীর্ঘদিন ধরে বলিউডি ছবি জনপ্রিয়তা পেয়ে আসছে চিনে। কিন্তু ভারতের কোন ছবিটি চিনে সবথেকে বেশি ব্যবসা করেছে জানেন? এক্ষেত্রে কিন্তু বলিউড মার খেয়ে গিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির কাছে। এমনকি আমির খানের ছবিকেও টপকে গিয়েছে এই ছবিটি।
চিনে দারুণ ব্যবসা করছে এই ভারতীয় ছবি (Indian Film)
ভারতীয় বক্স অফিসে এখন বলিউড বনাম দক্ষিণী ছবির লড়াইটা বেশ জমেছে। দেশের বাইরেও প্রভাব ফেলছে দক্ষিণী ছবি। আর তার বড় উদাহরণ চিন। এতদিন বলিউডি ছবির দাপট দেখা গিয়েছে চিনা দর্শকদের মাঝে। মাঝখানে অবশ্য লাদাখ ইস্যুতে চিনে বন্ধ ছিল ভারতীয় ছবির (Indian Film) প্রদর্শন। সমস্যার সমাধান হওয়ার পর এটাই প্রথম ভারতীয় ছবি যা মুক্তি পেল চিনে।
সম্প্রতি চিনে মুক্তি পেয়েছে ছবিটি: কথা হচ্ছে ‘মহারাজা’ ছবিটির বিষয়ে। তামিল ভাষার ছবিটি ভারতেও (Indian Film) বড়সড় ঝড় তুলেছিল দর্শক মহলে। আর চিনেও দৃশ্যটা কতকটা একই রকম। গত ২৯ শে নভেম্বর চিনে মুক্তি পেয়েছে মহারাজা। খবরটা শেয়ার করে অভিনেতা বিজয় সেতুপতি লিখেছিলেন, ‘চিনের বড়পর্দায় মুক্তি পাওয়ার জন্য তৈরি মহারাজা’।
আরো পড়ুন : ঋষি কাপুরের নায়িকা, জাভেদ জাফরি-আদনান সামি দুজনেরই প্রাক্তন স্ত্রী! চারবার বিয়ে করেছেন এই নায়িকা
বক্স অফিস রিপোর্ট কী বলছে: চিনে ৪০,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে মহারাজা। মুক্তির পরে ভালো ব্যবসা করলেও তৃতীয় দিনের পর সামান্য কমে গ্রাফ। এখনো পর্যন্ত চিনে মহারাজার মোট সংগ্রহ ৪০.৭৫ কোটি টাকা। অন্যদিকে গোটা বিশ্বের বক্স অফিসে ছবিটির আয় ১৪৬.৮৮ কোটি টাকা। নেট এবং গ্রস কালেকশন যথাক্রমে ৭২.৪১ কোটি এবং ৮১.৮৩ কোটি টাকা। রিপোর্ট বলছে, চিনে সবথেকে বেশি উপার্জনকারী ভারতীয় ছবি (Indian Film) মহারাজা। এতদিন পর্যন্ত এই তকমা ছিল আমির খানের ছবি ‘ঠাগস অফ হিন্দুস্তান’ এর। কিন্তু আমিরকেও ছাপিয়ে গেল বিজয়ের মহারাজা।
আরো পড়ুন : “সংখ্যালঘুদের নিরাপত্তা…..”, উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশে বৈঠক শেষে কী জানালেন ভারতীয় বিদেশসচিব?
প্রসঙ্গত, প্রায় ২৫ কোটি টাকা বাজেটে তৈরি ছবি মহারাজা। কিন্তু ভারতীয় বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছে ১০৬ কোটি টাকার। অর্থাৎ প্রায় চার গুণ। ভারতীয় দর্শকদের মন জয়ের পর এবার চিনেও দাপট দেখাচ্ছে ছবিটি।