এটাই হল ভারতবর্ষের শেষ দোকান! এখান থেকেই সরাসরি স্বর্গে যেতে পারে মানুষ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চামোলি হল ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের একটি সীমান্তবর্তী জেলা। এই জেলাটি চিন সীমান্তে অবস্থিত। জেলাটিতে এমন একটি গ্রাম রয়েছে যার নাম মানা। এই গ্রামের কিছু গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে। কারণ, মানা গ্রামেই রয়েছে ভারতের সর্বশেষ দোকান।

স্বাভাবিকভাবেই, এটি পর্যটনপ্রেমীদের কাছে একটি বিরাট পছন্দের জায়গা। এছাড়াও, এটি একটি বিখ্যাত সেলফি পয়েন্টও বটে। যে কারণে এই দোকানে বেড়াতে আসা পর্যটকরা এখানে এলেই আশ্চর্য স্মৃতি হিসেবে সেলফি তুলে নেন।

এছাড়াও, বিশ্বাস করা হয় যে, এই দোকানের পর থেকেই স্বর্গে যাওয়ার পথ রয়েছে। এখানকার মানুষ মনে করেন যে, মানা গ্রামের সঙ্গে মহাভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। এই গ্রামের প্রাচীন নাম ছিল মণিভদ্রপুরম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই স্থান থেকে পাণ্ডবরা সরাসরি স্বর্গে গিয়েছিলেন।

পাশাপাশি, এই গ্রামের প্রধান সড়কে একটি বোর্ডও লাগানো রয়েছে। ওই বোর্ডে লেখা আছে যে, মানা গ্রাম ভারতীয় সীমান্তের শেষ গ্রাম। অর্থাৎ, ভারতের শেষ দোকানটি এই গ্রামেই অবস্থিত। এই দোকানটি আজ থেকে ২৫ বছর আগে চন্দর সিং বারওয়াল নামে এক ব্যক্তি খুলেছিলেন।

তারপর থেকেই এই দোকান সারা দেশে বিখ্যাত হয়ে উঠেছে। উত্তরাখণ্ডে যারা বেড়াতে আসেন তাঁরা সবার আগে এই গ্রামে এসে দোকানটিতে পৌঁছে এখানে সেলফি তোলেন। চা’য়ের পাশাপাশি এই দোকানে খুব সুস্বাদু ম্যাগিও পাওয়া যায়, যা পর্যটকরা কখনই মিস করেন না।

এদিকে, ভারতের অন্যতম বিজনেস টাইকুন তথা ধনকুবের আনন্দ মাহিন্দ্রা তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই গ্রামের ছবি শেয়ার করেছেন। এই দোকানের কাছে দাঁড়িয়ে চা খাওয়া এবং সেলফি তোলার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

দোকানের একটি ছবি পোস্ট করে, আনন্দ মাহিন্দ্রা সবাইকে জিজ্ঞাসা করেছেন যে, “এটি কি দেশের সবচেয়ে আশ্চর্যজনক সেলফি স্পটগুলির মধ্যে একটি নয়?” পাশাপাশি, আনন্দ মাহিন্দ্রা দোকানের নামটির প্রশংসা করে লিখেছেন যে, এই জায়গায় এক কাপ চা পান করাও মূল্যবান হতে পারে। এদিকে, নেটমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে এই পোস্ট। পাশাপাশি, নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X