বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেকেই থাকেন যাঁরা বাড়িতে বিভিন্ন পোষ্য (Pet) রাখেন। সেই পোষ্যের তালিকায় থাকে বিভিন্ন সব প্রাণী। তবে, আমাদের দেশে সাধারণত কুকুর, বিড়াল কিংবা খরগোশের মত জীবকেই পোষ্য হিসেবে বেছে নেন বেশিরভাগজন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি পোষ্যের ব্যাপারে জানাবো যেটির প্রসঙ্গে জানার পর রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যাবে সকলের।
শুধু তাই নয়, ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুর (Bengaluru) এক ব্যক্তি উঠে এসেছেন খবরের শিরোনামেও। জানা গিয়েছে, কয়েকদিন আগেই তিনি প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে একটি কুকুর কিনেছিলেন। এমতাবস্থায়, ওই কুকুরটির জীবনযাত্রা এতটাই বিলাসবহুল যে সেটির যত্নের জন্য প্রতিদিন যত টাকা খরচ হয়, সেই টাকায় একজনের বেতন হতে পারে।
ওই কুকুরটির নাম ক্যাডাবমস হায়দার: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বেঙ্গালুরুতে বসবাসকারী ওই ব্যক্তির নাম এস সতীশ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সতীশের এই কুকুরটির নাম ক্যাডাবমস হায়দার। সেটির বয়স হল প্রায় দেড় বছর। মূলত, ওই কুকুরটি হল বিরল ককেশিয়ান শেফার্ড (Caucasian Shepherd) প্রজাতির। এছাড়া, আরও জানা গিয়েছে যে, সতীশ একজন ডগ ব্রিডার। পাশাপাশি, বেঙ্গালুরুতে তাঁর একটি ক্যানেল রয়েছে। এমতাবস্থায়, হায়দ্রাবাদের এক ব্রিডারের কাছ থেকে ওই কুকুরটি কিনেছেন তিনি।
২০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব: এই কুকুরটির একাধিক বিশেষত্ব রয়েছে। শুধু তাই নয়, কুকুরটি ইতিমধ্যেই একাধিক ডগ শোতেও অংশ নিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ওইসব প্রতিযোগিতায় সে একাধিক পদকও জিতেছে। সম্প্রতি হায়দ্রাবাদের এক ব্যবসায়ী এই কুকুরটিকে কেনার জন্য সতীশকে ২০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। যদিও, সতীশ সেটিকে বিক্রি করেননি।
দৈনিক দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়: একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সতীশ এই কুকুরের পেছনে দৈনিক দুই থেকে তিন হাজার টাকা খরচ করেন। পাশাপাশি, কুকুরের যাতায়াতের জন্য এসি গাড়ির ব্যবস্থাও রয়েছে। এমতাবস্থায়, এই কুকুরটিকেই ভারতের সবচেয়ে দামি কুকুর হিসেবে মনে করা হচ্ছে। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এই কুকুর খুব বুদ্ধিমান হয়। পাশাপাশি, এগুলি পাহারা দেওয়ার জন্যও ব্যবহৃত হয়।