Rich Country: হাওয়ায় ওড়ে টাকা, এই দেশেই সবথেকে বেশি ধনকুবেরদের বাস, ভারত কত নম্বরে?

বাংলাহান্ট ডেস্ক : সারা বিশ্বে যেমন রয়েছে একাধিক ধনী দেশ (Rich Country), তেমনি রয়েছেন তাবড় তাবড় সব বিত্তশালী ব্যক্তি। দুনিয়ায় ধনী (Rich People) দরিদ্রের ফারাক আগেও ছিল আর চিরকাল থাকবে। বিশেষ করে কিছু দেশ যেমন সবদিক দিয়ে উন্নত, অন্যদিকে আবার অনেক দেশ এমনো রয়েছে যেখানে অধিকাংশ মানুষ রয়েছেন দারিদ্রসীমার নীচে। তবে বিশ্বে সবথেকে ধনী দেশ (Rich Country) কোনটি জানেন? কোন দেশে সবথেকে বেশি ধনী ব্যক্তিরা বসবাস করেন? আজ জেনে নেব সেই তথ্য।

এই দেশেই (Rich Country) সবথেকে বেশি ধনীদের বাস

সারা বিশ্বে ধনী ব্যক্তিদের অভাব নেই। বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকার দিকে তাকালে দেখা যাবে, সবথেকে উপরে রয়েছেন টেসলার সিইও এলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৫২ বিলিয়ন মার্কিন ডলার। তারপরেই বিশ্বের দ্বিতীয় সবথেকে ধনী ব্যক্তির স্থান দখল করে রয়েছেন অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ বেজোস। পিছিয়ে নেই ভারতও। তালিকার ১১ তম স্থানেই ১২৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নিয়ে রয়েছেন মুকেশ অম্বানি। তবে কোন দেশে (Rich Country) সবথেকে বেশি ধনী ব্যক্তিদের বাস জানেন?

আরো পড়ুন : Lagnajita Chakraborty: ‘আলাদা করে যোগাযোগ করে কথা হয়েছে’, লগ্নজিতাকে কী বলেছেন ‘তিলোত্তমা’র প্রেমিক?

কতটা কমল বাড়ল কোটিপতিদের সংখ্যা

Hurun Global Rich List 2024 অনুযায়ী, গোটা বিশ্বে বর্তমানে ৩,২৭৯ জন কোটিপতি ব্যক্তি রয়েছেন। গত বছরের তুলনায় চলতি বছরে তালিকায় বেড়েছে আরো ১৬৭ জন। সমীক্ষা বলছে, চিনে পৃথিবীর সবথেকে অধিক সংখ্যায় কোটিপতি মানুষ রয়েছে। প্রায় ৮১৪ জন ধনকুবের থাকেন এই দেশে (Rich Country)। দ্বিতীয় স্থানেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ৮০০ জন ধনকুবের থাকেন এই দেশে (Rich Country)। এই তালিকায় ভারতের সংখ্যা কত তম?

আরো পড়ুন : Rekha: একত্রে সম্পর্ক বাবা-ছেলের সঙ্গে, বলিউড নায়িকার ঘর ভেঙে ‘ডাইনি’ তকমা জুটেছিল রেখার

ভারত রয়েছে কত নম্বরে

জানলে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত। চলতি বছরে ৮৪ জন ধনকুবের বেড়েছে এ দেশে (Rich Country)। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে জার্মানি এবং সুইজারল্যান্ড, সপ্তম এবং অষ্টম স্থানে যথাক্রমে রাশিয়া এবং ইতালি আর নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স এবং ব্রাজিল।

Rich Country

ভারতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এশিয়ার বিলেনিয়ার ক্যাপিটালে বেজিংকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে মুম্বই। সবথেকে ধনী শহরগুলির মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বই। প্রথম দশ শহরের মধ্যে জায়গা পেয়েছেন রাজধানী শহর নয়া দিল্লিও।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর