বাংলাহান্ট ডেস্ক : দেশের সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি নিঃসন্দেহে বলিউড। প্রতি বছর একগুচ্ছ নানান ধরণের, নানান স্বাদের ছবি (Indian Cinema) মুক্তি পায় বলিউডে। এর মধ্যে কিছু কিছু ছবি চিরকালের জন্য ছাপ রেখে দেয় দর্শক মনে। বর্তমানে যতই ১০০০, ২০০০ কোটি টাকার ব্যবসা করুক না কেন এক একটি ছবি, আগেকার সময়ের ছবির ব্যাপারই ছিল আলাদা। এমনকি সবথেকে বেশি বার দেখা ভারতীয় ছবিও (Indian Cinema) মুক্তি পেয়েছিল প্রায় ৫০ বছর আগে।
প্রথমেই ফ্লপ ঘোষণা হয়েছিল ছবিটি (Indian Cinema)
বর্তমানে ছবির হিট ফ্লপ বিবেচিত হয় কোন ছবি কত কোটি টাকার ব্যবসা করল তার হিসেব করে। হাজার হাজার কোটি টাকা তুলে গ্লোবাল বক্স অফিসেও ভারতীয় সিনেমার (Indian Cinema) মুখ উজ্জ্বল করছে বিভিন্ন হিন্দি এবং অন্যান্য ভাষার ছবিগুলি। তবে এখনো পর্যন্ত সবথেকে বেশি বার দেখা ছবির রেকর্ড রয়েছে একটি বলিউড সিনেমার কাছেই। সেই ছবি হল ‘শোলে’।
প্রত্যাশা ব্যর্থ হয়: ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল শোলে। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া ভাদুড়ী, হেমা মালিনী এবং আমজাদ খান। জানলে অবাক হবেন, প্রথমে ছবিটি ফ্লপ ঘোষিত হয়েছিল। অথচ উন্মাদনা কিন্তু ছিল তুঙ্গে। আর হবে নাই বা কেন। ছবির কাস্টই ছিল চোখ ধাঁধানো। কিন্তু যেমনটা সবাই ভেবেছিল তেমনটা হয়নি।
আরো পড়ুন : নদীতে ভাসছিল জাহাজ, পুলিশ পৌঁছাতেই যা দেখল… বাংলাদেশের ঘটনায় শিহরিত গোটা বিশ্ব
ধীরে ধীরে গতি আসে ব্যবসায়: শুরুটাই বেশ ঢিমে তালে হয়েছিল শোলের। বক্স অফিসে ধীর গতি, উপরন্তু সমালোচকদের ফ্লপ বলে দেওয়ায় ছবিটি (Indian Cinema) প্রথমটা বেশ মার খেয়েছিল। তবে দুঃসময় কাটতে খুব বেশি সময় লাগেনি। ধীরে ধীরে দর্শক বাড়তে থাকে প্রেক্ষাগৃহে। দীর্ঘ ছয় বছর ধরে বড়পর্দায় চলেছিল ছবিটি (Indian Cinema)। ভারতে বিক্রি হয়েছিল ১৫ কোটি টাকার টিকিট।
আরো পড়ুন : পরীক্ষায় অসফল হলেই….পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাচ্ছে সরকার, জারি হল বিজ্ঞপ্তি
তারপর আরো কয়েকবার পুনর্মুক্তি পেয়েছে ছবিটি। সেখান থেকে আসে আরো ৩ কোটি টাকা। দেশের বাইরেও ব্যাপক সাফল্য পায় ছবিটি। বিশেষ করে সে সময়ের সোভিয়েত ইউনিয়নেই ৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়। অন্যদিকে ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্য প্রাচ্য থেকে আরো ১ কোটি মিলিয়ে মোট ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করে ছবিটি। যে রেকর্ড গড়েছিল শোলে তা এখনকার বাহুবলী, পুষ্পা বা জওয়ান কেউই ভাঙতে পারেনি।