এটাই হচ্ছে ভারতের সবচেয়ে গরিব রাজ্য! নাম জানলে হয়ে যাবেন “থ”

বাংলাহান্ট ডেস্ক : অর্থনীতির দিক থেকে শক্তিশালী ভারত (India)। কিন্তু অর্থনীতির দিক থেকে যেমন শক্তিশালী তেমন অর্থনৈতিক বৈপরীত্য কম নয় এই দেশে। দেশ জুড়ে সমৃদ্ধ মহানগর যেমন আছে তেমনি প্রত্যন্ত গ্রামাঞ্চলের অভাব নেই যেখানে কিনা সুযোগ সুবিধা মেলে না বললেই চলে। বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে চললেও ব্রাত্য হয়ে গিয়েছে বেশ কিছু গ্রামাঞ্চল।

ভারতের (India) সবচেয়ে গরিব রাজ্য

শিল্প উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামো এবং আর্থসামাজিক ক্ষেত্রে অর্থায়নের অভাব হোক কিংবা পরিকল্পনার অভাব সব সময় চোখে পড়ে। ভারতের (India) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আয়ের স্তর পরিমাপ করা হয় MPI-এর মাধ্যমে। ভারতের মধ্যে সবচেয়ে দরিদ্র আটটি রাজ্যের (State) নাম জানেন কি?

আরোও পড়ুন : হয়ে যান সতর্ক! মার্চ মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে জেনে নিন ছুটির তালিকা

ওই রাজ্যগুলির উন্নয়ন কিভাবে সম্ভব? এই ধরনের রাজ্যগুলির তালিকাতে প্রথমেই নাম রয়েছে বিহারের (Bihar)। বিহারের মাথাপিছু জিডিপি (GDP) প্রায় ৪৬ হাজার টাকা। ২০১১ সালের আদমশুমারি বলছে, ভারতের (India) তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ হল বিহার। বিহারের মোট জনসংখ্যা হল ১০৪,০৯৯ জন।

আরোও পড়ুন : রাত পোহালেই ঘোষণা হবে, রাজ্য বিজেপির নতুন সভাপতি! এগিয়ে কোন মহিলা নেত্রী?

এদেশের সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে প্রথমেই নাম রয়েছে উত্তর প্রদেশের। সেই রাজ্যের মাথাপিছু জিডিপির পরিমাণ ৬৫,০০০ টাকারও বেশি। প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ হল ঝাড়খণ্ড। তা সত্ত্বেও এই রাজ্যে মাথাপিছু জিডিপি ৭৫,০০০ টাকা। অন্যদিকে মেঘালয়ের মাথাপিছু জিডিপি প্রায় ৮২,০০০ টাকা।

উত্তর পূর্বের এই রাজ্য অপর্যাপ্ত অর্থনৈতিক বৃদ্ধি এবং দুর্বল পরিকাঠামোর শিকার। অন্যদিকে আর্থসামাজিক এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত মনে পড়ে মাথাপিছু জিডিপি প্রায় ৮২,০০০ টাকা। জনসংখ্যার সবচেয়ে ঘনত্ব বেশি হলো আসামে। সেখানে প্রান্তিক সম্পদের মানুষের উপস্থিতি যথেষ্ট বেশি। এরাজ্যে মাথাপিছু জিডিপি প্রায় ৮৬,০০০ টাকা।

This is the poorest State of India

মধ্যপ্রদেশের শিল্প উন্নয়নের গতির হার খুবই শ্লথ। সে রাজ্যে মাথাপিছু জিডিপি ৯৮,০০০ টাকা। গ্রামীণ মানুষের জনসংখ্যাও সেখানে বেশি। রয়েছে উন্নয়নের ক্ষেত্রে বহু চ্যালেঞ্জ। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের মাথাপিছু জিডিপি ১,০৪,০০০ টাকা। এই এলাকা মূলত কৃষি নির্ভরশীল হওয়ার কারণে এখানে দারিদ্র্যের হার মাত্র ১০ শতাংশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর