আজব রেল স্টেশন, শুয়ে-বসে নিতে হয় টিকিট! কোথায় আছে জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) এমন অনেক জায়গা রয়েছে যার তুলনা নেই। কোনোটি হয়তো সৌন্দর্যের দিক থেকে পৃথিবীর মধ্যে অদ্বিতীয়, আবার কোনোটি অদ্ভুত নিয়মের জন্য। তবে বাংলাদেশে এমন একটি রেলস্টেশন রয়েছে যেখান থেকে টিকিট কাটার জন্য যাত্রীদের শুয়ে পড়তে হয় বা হাঁটু গেড়ে বসতে হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের কথা বলছি আমরা। যাত্রীদের এই স্টেশনে এসে শুয়ে অথবা বসে টিকিট চাইতে হয়। আপনি চাইলেও দাঁড়িয়ে এখান থেকে টিকিট কাটতে পারবেন না। যাত্রীরা গত এক বছর ধরে এই পদ্ধতিতেই টিকিট সংগ্রহ করছেন কাউন্টার থেকে।

   

গাইবান্ধার যে তিনটি স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন সেগুলির একটি। এভাবে শুয়ে বসে টিকিট সংগ্রহ করায় বেজায় বিরক্ত যাত্রীরা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটি আরো অস্বস্তিদায়ক।এখানকার যাত্রীরা বহুবার রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

কিন্তু রেলের পক্ষ থেকে এই বিষয়ে সমাধান করা হয়নি। কবে নাগাদ এই সমাধান হবে সেই বিষয়েও কিছু জানাতে পারেনি রেল। স্টেশনে এভাবে শুয়ে টিকিট কাটার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজের মাধ্যমে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে যাত্রীদের শুয়ে পড়তে হচ্ছে।

আবার কেউ বসে খুব কষ্ট করে টিকিট সংগ্রহ করছেন কাউন্টার থেকে। ওই স্টেশনের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে এই ব্যাপারটি করেননি। রেল বিভাগের ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাজ এটি। যাত্রীদের ট্রেনে ওঠানামার সুবিধার জন্য গত বছর রেল এই স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি করে।

img 20230809 155846

কিন্তু স্টেশন মাস্টারের ঘর ও টিকিট কাউন্টারটি আগের উচ্চতায় থাকায় দু ফুট করে উঁচু হয়ে যায় প্ল্যাটফর্ম। ফলে এখন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে বেজায় সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা।স্টেশনে আগত এক যাত্রীর কথায়, প্ল্যাটফর্ম উঁচু করে যাত্রীদের সুবিধা করা হয়েছে ঠিকই, কিন্তু উল্টো দিকে টিকিট কাউন্টার নিচু হয়ে গেছে। এর ফলে টিকিট কাটতে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর