বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল প্রথমবার কোনও বিশ্বকাপে পূর্ণদৈর্ঘ্যের অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিতে নেমেছিলেন অধিনায়ক রোহিত। মুহূর্তটি তার কাছে অত্যন্ত বিশেষ ছিল। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় রোহিতের মুখের অভিব্যক্তিই সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিল। জয় দিয়েই অভিযান শুরু করতে পেরে আনন্দিত তিনি, তবে এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা না নিতে পারলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে ভারতকে।
ম্যাচ শেষ হওয়ার পরও রোহিত শর্মার মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটে। প্রাক্তন জাতীয় কোচ ও বর্তমানে ধারাভাষ্যকার রবি শাস্ত্রির সঙ্গে কথা বলতে এসে রোহিত জানান যে তিনি এত চিৎকার করেছেন যে তার গলা বসে গিয়েছে। তিনি বিরাট কোহলির ইনিংসটি নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে কোনও সন্দেহ নেই বিরাট এতদিন ধরে যে ইনিংস খেলেছে তার মধ্যে এটাই ওর জীবনের সেরা ইনিংস। রোহিত কতটা খুশি সেটা তখনই বোঝা গেছিল যখন বিরাট কোহলি ম্যাচ ফিনিশ করার পর তিনি দৌড়ে গিয়ে নিজের সতীর্থকে কাঁধে তুলে নেন।
কাল বিরাট কোহলি একটি বড় কীর্তি গড়েছেন মেলবোর্নের মাঠে। রোহিত শর্মাকে টপকে তিনি এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গিয়েছেন। এইমুহূর্তে বিরাট কোহলির টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান সংখ্যা ৩৭৯৪। রোহিত শর্মার চেয়ে ৫৩ রানে এগিয়ে আছেন তিনি। তাদের পরিসংখ্যানে একটি তুলনামূলক আলোচনা নীচে তুলে ধরা হলো….
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিরাট কোহলি:
ইনিংস: ১০২
রানসংখ্যা: ৩৭৯৪
স্ট্রাইক রেট: ১৩৮.৪১
গড়: ৫১.৯৭
শতরান/অর্ধশতরান: ১/৩৪
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রোহিত শর্মা:
ইনিংস: ১৩৫
রানসংখ্যা: ৩৭৪১
স্ট্রাইক রেট: ১৪০.৩৭
গড়: ৩১.৭০
শতরান/অর্ধশতরান: ৪/২৮