বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরে যেকটি বাংলা ছবি মুক্তি পেয়েছে এখনো পর্যন্ত, তার মধ্যে বিশেষ ভাবে উল্লেখের দাবি রাখে ‘অপরাজিত’ (Aparajito)। অনীক দত্ত পরিচালিত এবং জিতু কামাল (Jeetu Kamal) অভিনীত ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। প্রশংসা এবং লক্ষ্মীলাভ দুই হয়েছে অপরাজিতর। এতদিনে অনেকেই জেনে গিয়েছেন, সত্যজিৎ রায়ের আদলে তৈরি অপরাজিত রায় চরিত্রটি কিন্তু জিতুর আগে অন্য একজনের করার কথা ছিল। তিনি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
পরিচালক অনীক দত্ত আগেই জানিয়েছিলেন, তিনি জিতুকে চিনতেনই না। আবিরকেই প্রথমে ছবির নায়ক হিসাবে ভেবে রেখেছিলেন। কিন্তু প্রস্তুতি সত্ত্বেও শেষমেষ আবির বাধ্য হন পিছিয়ে আসতে। তাঁর জায়গায় আসেন জিতু আর বাকিটা তো সকলেই জানেন। এবার ছবি ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুললেন আবির স্বয়ং।
তিনি এখন ব্যস্ত তাঁর বলিউড ডেবিউ প্রোজেক্টের প্রচারে। ‘অবরোধ সিজন ২’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সেই সিরিজের প্রচারেই কলকাতা এসেছিলেন আবির। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানান, সে সময়ে তিনি বলিউড প্রোজেক্টেরই শুটিং করছিলেন কাশ্মীরে। তাও তিনি তারিখ ম্যানেজ করতে পেরেছিলেন।
কিন্তু পশ্চিমবঙ্গে শুটিং শুরু হওয়ার সময়েই অতিরিক্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওদিকে কাশ্মীরে শুটিংয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন। অত লোকজনের মাঝে তারপর আর অন্য ডেটে ফেরা সম্ভব ছিল না আবিরের কাছে।
অপরাজিত ছেড়ে দিতে হল। এতদিনে সফল একটি ছবি। আবিরের কি অনুতাপ হয় এখন? উত্তরে অভিনেতা বলেন, একেবারেই না। তাঁর জিতুর সঙ্গে কথা হয়েছে। আবিরের বাবার সঙ্গে জিতুর খুব ভাল সম্পর্ক। জিতু তাঁর থেকে বয়সে, অভিজ্ঞতায় দুটোতেই ছোট। উপরন্তু ছবিটি বানানো সহজ ছিল না। দর্শকরা হল ভরে দেখতে গিয়েছে অপরাজিত। এর জন্য অপরাজিতর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন আবির।