চেনা যাচ্ছে? বর্তমানে বিশ্বের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি তিনি, ৬০ বছর আগে ছিলেন এমন দেখতে

বাংলা হান্ট ডেস্ক: ১৯৪২ সালের ২০ নভেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের (US State) পেনসিলভানিয়া (Pennsylvania) রাজ্যের স্ক্রানটন (Scranton) শহরে, এক ক্যাথলিক আইরিশ বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করে এক পুত্রসন্তান। ওই পরিবারে থাকা মোট চার সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিল ওই সন্তান। এদিকে, পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় প্রথম থেকেই জীবনে লড়াইয়ের সম্মুখীন হতে হয় তাঁকে।

যদিও, পরবর্তীকালে তাঁর বাবা গাড়ির সেলসম্যান হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলে যেতে শুরু করে। জোসেফ রবিনেট এবং ইউজিন ফিনেগান যখন তাঁদের জ্যেষ্ঠ পুত্রের জন্ম দেন, তখন তাঁদের ধারণা ছিল না যে একদিন ওই শিশুটির হাতেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের দায়িত্ব থাকবে। দম্পতি ওই সন্তানের নাম রেখেছিলেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। যাঁকে আজ আমরা জো বাইডেন (Joe Biden) নামে চিনি। ৮০ বছর বয়সী এই ব্যক্তি আজ আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতির পদে আসীন রয়েছেন।

এমতাবস্থায়, এই ছবিটিও জো বাইডেনেরই। এই প্রসঙ্গে হিস্ট্রি ইন পিকচার্স অনুসারে জানা গিয়েছে, বাইডেনের ওই ছবিটি ১৯৬০-এর দশকের। মূলত, কলেজের দিনগুলিতে, বাইডেন ফুটবল দলে খুব সক্রিয় ছিলেন। পাশাপাশি, নেতৃত্বের গুণটিও তাঁর জন্ম থেকেই ছিল। সে কারণেই তিনি কলেজের রাজনীতিতেও অত্যন্ত সক্রিয় ছিলেন। শুধু তাই নয়, জুনিয়র ও সিনিয়র ক্লাসে ক্লাস সভাপতিও ছিলেন বাইডেন। এমতাবস্থায়, ১৯৭২ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে বাইডেন ডেলাওয়্যার থেকে প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত হন এবং সেখান থেকেই তিনি মূলধারার রাজনীতিতে পা রাখেন।

বাইডেনের জীবনে আসে একাধিক চ্যালেঞ্জ: জানিয়ে রাখি যে, বাইডেন দু’টি বিয়ে করেন। তিনি প্রথম বিয়ে করেন ১৯৬৬ সালের ২৭ আগস্ট, নেলিয়া হান্টারের সাথে। যার সাথে তাঁর তিন সন্তান ছিল। কিন্তু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর, বাইডেনের স্ত্রী এবং কন্যা একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। এমতাবস্থায়, তিনি তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৯৭৭ সালে জিল ট্রেসি জ্যাকবসকে বিয়ে করেন। পাশাপাশি, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাইডেন। ২০২১ সালের জানুয়ারিতে, বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে কাজ শুরু করেন।

Joe Biden won the US presidential election

ব্রিটেনের রানির প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনে পৌঁছেছেন বাইডেন: জানা গিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে বর্তমানে লন্ডনে পৌঁছেছেন জো বাইডেন। খবর অনুযায়ী, তিনি একটি আনুষ্ঠানিক শোকজ্ঞাপন বইতে স্বাক্ষর করবেন এবং বাকিংহাম প্যালেসে সন্ধ্যে নাগাদ একটি ভোজসভায় যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। এদিকে, সোমবার রানির রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়া অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে বিমানবন্দরে ব্রিটেনের রাষ্ট্রদূত জেন হার্টলি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা স্বাগত জানান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর