বাংলাহান্ট ডেস্ক: শুধুই একজন গায়িকা নন। ভারতীয় সঙ্গীত জগতে একটা বড় ছাতার মতো ছিলেন লতা মঙ্গেশকর (lata mangeshkar)। বহু তারকা, গায়ক গায়িকা, আমজনতার ‘লতা দিদি’ ছিলেন তিনি। কিংবদন্তির প্রয়াণে যেন সুরহারা দেশ। চোখে জল নিয়ে রবিবার শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন অগুন্তি মানুষ। জীবন্ত সরস্বতীকে শেষ বার দেখার জন্য। কিন্তু সেখানে বলিউডের প্রথম সারির প্রায় সব তারকা থাকলেও দেখা মেলেনি অমিতাভ বচ্চনের (amitabh bachchan)।
বিষয়টা নিয়ে খটকা লেগেছিল অনেকেরই। লতা মঙ্গেশকরের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় বিগ বির। শেহেনশার বহু ছবিতে গান গেয়েছেন সুরসম্রাজ্ঞী। পেশাগত সম্পর্ক পেরিয়ে তা পৌঁছায় ব্যক্তিগত চেনা পরিচয়েও। বর্ষীয়ান গায়িকার মৃত্যু সংবাদ পেয়ে তাই আর নিজেকে আটকাতে পারেননি অমিতাভ। ছুটে গিয়েছিলেন লতা মঙ্গেশকরের পেডার রোডের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শেষ শ্রদ্ধা জানিয়েছেন গায়িকাকে।
কিন্তু রবিবার বিকেলে আর লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যাননি অমিতাভ। সূত্রের খবর বলছে, করোনা বিধি মেনেই আর শিবাজি পার্কের জমায়েতে যাননি বিগ বি। নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সেখানে যাননি অভিনেতা। যেহেতু লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বহু মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা ছিল তাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেই সেখানে যাননি অমিতাভ। বদলে সোজা গায়িকার বাড়িতে গিয়ে জানিয়ে এসেছেন শ্রদ্ধা। সঙ্গে গিয়েছিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও।
গত ৮ জানুয়ারি করোনা উপসর্গ নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর। রবিবার সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। করোনা কাটিয়ে উঠলেও তার পরবর্তী জটিলতার জেরে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় গায়িকার।
রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর তাঁর মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে। রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বলিউডের নামীদামী ব্যক্তিত্বরা, প্রথম সারির তারকারা।