অপূর্ণই থেকে গিয়েছিল প্রেম, মনের মানুষকে না পাওয়ায় আজীবন অবিবাহিতই থেকে গেলেন লতা মঙ্গেশকর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (lata mangeshkar) আজ ৯২ তম জন্মদিন। অনবদ‍্য সুরের জাদুতে দীর্ঘদিন ধরে সকলে মাতিয়ে রেখেছেন এই প্রবাদপ্রতিম গায়িকা। ৩৬ টি ভারতীয় ভাষায় গান রেকর্ড করেছেন তিনি এখনো পর্যন্ত। শুধুমাত্র হিন্দি ভাষাতেই লতার গাওয়া গানের সংখ‍্যা হাজারের উপরে।

কিন্তু এত সফল কেরিয়ার হওয়া সত্ত্বেও সারা জীবন অবিবাহিতই থেকে গেলেন লতা। সংসার ভাবনা ছেড়ে সুরের সাধনাই করে গেলেন এতদিন ধরে। কেন সে প্রশ্ন বহুবার উঠেছে। শোনা যায় এক সময় লতা মঙ্গেশকরও কাউকে মন দিয়েছিলেন। কিন্তু পূর্ণতা পায়নি সে প্রেম। সম্ভবত সে কারণেই আর কখনো বিয়ের কথা ভাবেননি লতা।


শোনা যায়, দুঙ্গরপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিং এর প্রেমে পড়েছিলেন লতা। মহারাজ আবার গায়িকার দাদার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। কিন্তু প্রেম পরিণতি পায়নি। রাজ সিং নাকি নিজের বাবা মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে কোনো সাধারন ঘরের মেয়েকে রাজ বংশের বৌ করবেন না। সে প্রতিজ্ঞা ভাঙেননি রাজ সিং। কখনো বিয়েই করেননি তিনি।

অপরদিকে লতা মঙ্গেশকরের দাবি ছিল, গোটা সংসারের দায়িত্ব তাঁর কাঁধে। তাই আলাদা করে নিজের সংসার বানানোর কথা ভাবেননি তিনি। লতার থেকে ছয় বছরের বড় ছিলেন রাজ সিং। আদর করে বন্ধুর বোনকে মিট্টু বলে ডাকতেন তিনি। পকেটে সবসময় একটি রেকর্ডার নিয়ে ঘুরতেন রাজ। তাতে লতার কিছু বিখ‍্যাত গান রেকর্ড করা থাকত। ক্রিকেটের প্রতিও রাজ সিংয়ের আগ্রহ ছিল বলে শোনা যায়। উল্লেখ‍্য, মহারাজ রাজ সিং ছাড়া আর কারোর সঙ্গে কখনো লতা মঙ্গেশকরের নাম জড়ায়নি। ২০০৯ সালে প্রয়াত হন রাজ সিং।

X