বাস্তব জীবনেও ভীষ্মের প্রতিজ্ঞা! এই কারণেই এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন মুকেশ খান্না

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কিত মন্তব‍্যের জেরে প্রায়শই চর্চায় উঠে আসে মুকেশ খান্নার (mukesh khanna) নাম। বিটাউনের ‘ভীষ্ম পিতামহ’ তিনি। পরবর্তীকালে ‘শক্তিমান’ চরিত্রেও অভিনয় ক‍রেছেন মুকেশ। তবে দীর্ঘদিন হল অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। নিজের ইউটিউব চ‍্যানেলেই মাঝেমধ‍্যে ভিডিও শেয়ার করেন। বিভিন্ন বিষয়ে নিজের মতামত রাখেন। এমনকি অনুরাগীদের প্রশ্নেরও উত্তর দেন তিনি।

মুকেশ ভক্তদের এমনি একটি জিজ্ঞাস‍্য, কখনো বিয়ে করেননি কেন তিনি? এত বয়স হয়ে গেল, একবারো সংসার করার ইচ্ছা হল না কেন? একটি ভিডিওতে মুকেশ বলেন, একটা সময় সবাই তাঁকে এই প্রশ্নটাই করত। যে কোনো সাক্ষাৎকারের শেষে অবধারিত ভাবে প্রশ্ন আসত যে, “স‍্যার, আপনি বিয়ে কবে করছেন?”


অভিনেতা জানান, তিনি অনেককে এমনো বলতে শুনেছিলেন যে ভীষ্মের চরিত্রে অভিনয় করতে করতে বাস্তব জীবনেও ভীষ্মের প্রতিজ্ঞা করেছেন তিনি। মুকেশের কথায়, “এমনটা একেবারেই নয়। আমি ওঁর নির্দেশগুলো মেনে চলি, ওঁর সম্মান করি। কিন্তু আমি এতটাও মহানও নই। কোনো মানুষই বাস্তব জীবনে ভীষ্মের মতো হতে পারবে না।”

অভিনেতা আরো জানান, তিনি বিয়ের মতো একটা রীতিকে সম্মান করেন। বিয়ে না করার মতো কোনো প্রতিজ্ঞাও তিনি করেননি। শুধু তিনি এটা মানেন যে ভাগ‍্যে বিয়ে লেখা থাকলে তবেই হয়। অভিনেতার মতে, এটা একটা পবিত্র বন্ধন। দুই আত্মার মিলন হয় বিয়েতে, তাঁদের ভাগ‍্য মিলে যায়। হয়তো তাঁর ভাগ‍্যে বিয়ে লেখা ছিল না।


উল্লেখ‍্য, একবার মুকেশ মন্তব‍্য করেছিলেন, বিয়ের পর মেয়েরা যেভাবে জীবন নির্বাহ করে তা পছন্দ নয় তাঁর। সে কারণে বিয়ে করেননি তিনি। বলা বাহুল‍্য সে উত্তর মনে ধরেনি অনেকেরই। ‘নারী বিদ্বেষী’র তকমা দেওয়া হয়েছিল মুকেশ খান্নাকে। অনেকেই কটাক্ষ করেছিলেন যে মহিলা বিদ্বেষের জন‍্যই বিয়ে করেননি মুকেশ খান্না।

সম্পর্কিত খবর

X