বৌরা অভিনয় করতে পারবে না, কাপুর পরিবারের মানসিকতার জন‍্যই শাম্মিকে ফিরিয়ে দেন মুমতাজ

বাংলাহান্ট ডেস্ক: সময়টা সত্তর-আশির দশক। বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন মুমতাজ (Mumtaz)। দো রাস্তে, আপকি কসম, অপরাধ, খিলোনার মতো সুপারহিট সব ছবি দ্রুত দর্শকদের প্রিয় করে তুলেছিল তাঁকে। উপরন্তু শাম্মি কাপুরের (Shammi Kapoor) সঙ্গে তাঁর চর্চিত প্রেম আরোই বাড়িয়ে দিয়েছিল অভিনেত্রীর জনপ্রিয়তা।

মাত্র সতেরো বছর বয়সে বলিউডে পা রাখেন মুমতাজ। খুব কম সময়েই খ‍্যাতির চূড়ায় উঠেছিলেন তিনি। প্রথম থেকেই মুমতাজের প্রেমে পাগল ছিলেন শাম্মি কাপুর। বিয়ের প্রস্তাবও রেখেছিলেন তরুণী মুমতাজের কাছে। কিন্তু পত্রপাঠ তাঁকে ফিরিয়ে দেন অভিনেত্রী।

shammi kapoor
কেন? এত বছর বাদে উত্তর দিলেন মুমতাজ। এখন তিনি ৭৪ এর বৃদ্ধা। শাম্মি কাপুর বহু আগেই দেহ রেখেছেন। একসঙ্গে জীবনটা কাটাতে পারতেন দুজনে। সম্মানীয় কাপুর পরিবারের বউ হওয়ার সুযোগ ছিল। কিন্তু সে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মুমতাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী জানান, শাম্মি কাপুর বাস্তবেই তাঁকে খুব ভালবাসতেন। কিন্তু কাপুর পরিবার সে সময়ে ছিল খুব গোঁড়া প্রকৃতির। বাড়ির বৌরা অভিনয় করবে সেটা মানতে পারতেন না পুরুষরা। আর মুমতাজ তখন মাত্র বছর ১৭ র তরুণী। এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া সম্ভব ছিল না তাঁর। উপরন্তু নিজের পরিবারের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।

মুমতাজ শাম্মি কাপুরের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয় দিয়েছেন, একথা মানতেই পারেননি কেউ। অভিনেত্রী বলেন, “প্রথমে কেউ বিশ্বাসই করতেন না যে মুমতাজ শাম্মিকে প্রত‍্যাখ‍্যান করতে পারে। কারণ উনি কোথায় আর আমি কোথায়! আকাশ পাতাল ফারাক ছিল। তাই মানুষ অবিশ্বাস করত।”

এমনকি শাম্মি কাপুর পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছিলেন প্রত‍্যাখ‍্যাত হয়ে। সোজাসুজি বলে বসেছিলেন, মুমতাজ কোনোদিন ভালোই বাসেননি তাঁকে। হিরোইন হওয়ার জন‍্যই তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীকালে অবশ‍্য ময়ূর মাধবানীকে বিয়ে করেন মুমতাজ।


Niranjana Nag

সম্পর্কিত খবর