মাখোমাখো প্রেম এক নিমেষেঈ ভেঙে চুরমার! প্রকাশ‍্যে এল সিদ্ধার্থ-কিয়ারার বিচ্ছেদের আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডি বিনোদনে গসিপের হট টপিক এখন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানীর (Kiara Advani) বিচ্ছেদ। বেশ কিছুদিন ধরেই নাকি সম্পর্কে ছিলেন দুজনে। যদিও বিষয়টা নিয়ে কখনোই মুখ খোলেননি সিদ্ধার্থ কিয়ারা। কিন্তু হঠাৎ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন দুজনে? অবশেষে প্রকাশ‍্যে এল সেই কারণ।

জুটির ঘনিষ্ঠ সূত্রের খবর,  প্রেম ভেঙেছে সিদ্ধার্থ কিয়ারার। এখন আর একে অপরের সঙ্গে দেখা করেন না তাঁরা। আজকাল মানুষ খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে থাকতে গিয়ে হাঁফিয়ে ওঠেন। সম্পর্কটা যেমন স্বীকার করেননি কেউ, তেমনি বিচ্ছেদের গুঞ্জন নিয়েও মুখ খোলেননি সিদ্ধার্থ কিয়ারা।

sidharths bithday wish for kiara
এর মাঝেই কিয়ারার একটি সোশ‍্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা। ‘ভুলভুলাইয়া ২’ এর প্রচার শুরু করেছেন অভিনেত্রী। তার ফাঁকেই একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে লাইক দিয়েছেন সিদ্ধার্থ। নেটিজেনদের একাংশ মনে করছেন, সরাসরি মুখ না খুলে এভাবেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিচ্ছেদের খবর পুরোটাই গুজব।

প্রসঙ্গত, জনপ্রিয়তার নিরিখে প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের থেকে কম যান না সিদ্ধার্থ কিয়ারার জুটি। ‘শেরশাহ’ ছবির আগে থেকেই দুজনের প্রেমের সূত্রপাত। কিয়ারার জন্মদিনে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ। তাই আশায় বুক বাঁধছিলেন অনুরাগীরা। রণবীর আলিয়া জুটির মতো সিদ্ধার্থ কিয়ারার বিয়ে দেখার জন‍্য অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু তা আর হল না!

সম্পর্কের খবর তেমন ভাবে কোনোদিনও স্বীকার না করলেও বিয়ে নিয়ে একবার মুখ খুলেছিলেন সিদ্ধার্থ। বিয়ের পরিকল্পনা নিয়ে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছিলেন, “আমি জানি না। আমি তো জ‍্যোতিষী নই। যখনি হোক না কেন আমি ঠিক জানিয়ে দেব।” তবে সিদ্ধার্থ এও বলেছিলেন, তাঁদের কোনো তাড়া নেই। এমন নয় যে তাড়াতাড়ি করতে হবে বা দেরি করে করবেন। তিনি শুধু চান সবকিছু যেন ঠিকঠাক হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর