বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনেমার স্বর্ণযুগ বললে কোন অভিনেত্রীর নাম সবার আগে মনে পড়বে? নানান জনের আলাদা আলাদা পছন্দ হলেও এক্ষেত্রে উত্তর একটাই আসবে, সুচিত্রা সেন (Suchitra Sen)। তিনি বাঙালির নস্টালজিয়া, গর্ব। তাঁর অনন্য সুন্দর মুখশ্রী দেখলে মনে হত, সৃষ্টিকর্তা বোধকরি একটু বেশি সময় নিয়েই তৈরি করেছিলেন তাঁকে।
বাংলা ছবির সম্রাজ্ঞী ছিলেন তিনি। সৌন্দর্যের দেমাকও কম ছিল না তাঁর। রিনা ব্রাউন বাস্তবেও নাকি বেশ দাপুটে ছিলেন বলে শোনা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত সোনায় বাঁধানো কেরিয়ার ছিল সুচিত্রা সেনের। পা রেখেছিলেন বলিউডেও। তবুও হঠাৎ করেই নিজেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে নেন তিনি। চলে যান অন্তরালে।
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পরেই নিজেকে সরিয়ে নিতে শুরু করেন তিনি সিনেমা থেকে। উত্তম সুচিত্রার জুটি সিনেমা জগতে আইকনিক। এর বিকল্প কোনোদিনই কিছু হতে পারবে না। মহানায়কের আচমকা প্রয়াণের পর সুচিত্রা সেন নাকি বলেছিলেন, আর কার সঙ্গে অভিনয় করব?
সুচিত্রা কন্যা মুনমুন সেন পরবর্তীকালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সত্তরের দশকে বাংলা সিনেমা সুচিত্রার মনমতো হচ্ছিল না। উপরন্তু তিনি যেসব পরিচালকদের সঙ্গে কাজ করতেন সকলেই একে একে বিদায় নিয়ে পাড়ি দিয়েছিলেন পরপারের উদ্দেশে। তাই নিজেকে সিনেমা থেকে দূরে সরিয়ে আনেন সুচিত্রা সেন।
মুনমুন আরো জানিয়েছিলেন, মহানায়িকা যখন সক্রিয় ছিলেন সিনেমায় তখন বাড়িতে এ নিয়ে কোনো কথা হত না। আবার তিনি যখন অবসর নিলেন, তখনো সিনেমা নিয়ে কোনো কথাই হত না বলে জানিয়েছিলেন মুনমুন সেন। নিজেকে রহস্যের চাদরে মুড়িয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান সুচিত্রা। তার পেছনেও রয়েছে একাধিক সম্ভাব্য কারণ। কিন্তু বাঙালি ভুতে পারেনি মহানায়িকাকে। তাঁর জন্মদিনে আবারো তাঁর স্মৃতিচারণায় ডুব দিয়েছেন সুচিত্রা সেনের অগুনতি ভক্তরা।