তাবাস্সুম ফতিমা থেকে তব্বু, এই কারণে কখনো নিজের বাবার পদবী ব‍্যবহার করেন না অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ফেলে আসা প্রজন্মের যে নায়িকারা এখনো একই রকম জনপ্রিয় রয়েছেন তাদের মধ‍্যে অন‍্যতম তব্বু (Tabu)। ১৯৮২ সালে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। তবে ব‍্যক্তিগত জীবনে অনেক কিছুই হারিয়েছেন অভিনেত্রী। এমনকি পঞ্চাশ পেরিয়েও এখনো অবিবাহিত তব্বু।

বেশ অনেক বছর আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনের অন্দরমহলের কিছু ঝলক প্রকাশ‍্যে এনেছিলেন তব্বু। তিনি যখন খুব ছোট, তখনি নিজের বাবা মায়ের বিচ্ছেদ দেখতে হয়েছিল তাঁকে। নিজের মায়ের সঙ্গে হায়দ্রাবাদে মামাবাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি।


তব্বুর মা ছিলেন শিক্ষিকা। তাই ছোটবেলায় মায়ের থেকে দিদার সান্নিধ‍্যই বেশি পেয়েছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে তব্বু জানিয়েছিলেন, তাঁর যখন মাত্র তিন বছর বয়স, তখনি বিয়ে ভেঙে আলাদা হয়ে গিয়েছিলেন তাঁর বাবা মা। অন‍্য একজনকে বিয়ে করে নতুন সংসার পাতেন তব্বুর বাবা। দুই সন্তানও হয় তাঁর।

তব্বু জানান, নিজের বাবার কোনো স্মৃতি তাঁর মনে নেই। তাঁর বোন মাঝেমধ‍্যে বাবার সঙ্গে দেখা করলেও তাঁর কোনোদিন ইচ্ছা বা আগ্রহ হয়নি মানুষটার সঙ্গে দেখা করার। অনেকেই জানেন না, তব্বুর পুরো নাম তাবাস্সুম ফতিমা। পিতৃসূত্রে তাঁর পদবী হাশমি। কিন্তু কখনোই পদবী ব‍্যবহার করতে দেখা যায়নি তব্বুকে।

এ বিষয়ে তিনি বলেছিলেন, তাঁর কখনো মনে হয়নি যে বাবার পদবী ব‍্যবহার করা খুব জরুরি। ফতিমা ছিল স্কুলে তাঁর পদবী। আর বলিউডে পা রাখার পর তাবাস্সুম থেকে তব্বু হয়ে ওঠেন তিনি। ছোট থেকেই  নিজের পরিবারে শক্ত মনের মহিলাদের দেখে এসেছেন তিনি, যারা নিজেরা ছিলেন স্বাধীন। সেই প্রভাব, শিক্ষা পেয়েছেন তব্বুও। কোনো পুরুষকে নিজের জীবনে দরকার নেই তাঁর, স্পষ্ট বলেছিলেন অভিনেত্রী।

X