বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ ভারতে সিনেমা এবং অভিনেতা অভিনেত্রীদের কার্যত ঈশ্বর জ্ঞানে পুজো করা হয়। কিন্তু উত্তরে দক্ষিণী ছবির (South Film Industry) বাড়বাড়ন্ত গত কয়েক বছর থেকেই দেখা যাচ্ছে। বলিউড তারকারা যেমন দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে পা বাড়াচ্ছেন, তেমনি হচ্ছে উলটোটাও। দক্ষিণী সুপারস্টারদের সাফল্য দেখে বলিউড পরিচালক প্রযোজকরা নিজেদের ছবিতে কাস্ট করার জন্য লাইন দিচ্ছেন। কিন্তু একজন তারকা যেন শপথ নিয়েছেন, কোনোদিনই হিন্দি ছবিতে অভিনয় করবেন না। তিনি মহেশ বাবু (Mahesh Babu)।
নামটাই যথেষ্ট তাঁর। তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার বললেও কম বলা হয় তাঁর ব্যাপারে। ফিল্মি ব্যাকগ্রাউন্ড মহেশ বাবুর। মাত্র চার বছর বয়সেই তাঁর ফিল্মি কেরিয়ার শুরু হয়ে যায়। ইন্ডাস্ট্রির সবথেকে হিট এবং সবথেকে সফল ছবিগুলি উপহার দিয়েছেন তিনিই। এমনকি তাঁর ছবি ডাবিং করে পোল্যান্ডেও মুক্তি পেয়েছিল, যা তেলুগু ছবির ক্ষেত্রে প্রথম।
এহেন মহেশ বাবুর কাছে অনেক আগেই বলিউডি ছবির প্রস্তাব গিয়েছিল। তখন না দক্ষিণী ছবির এত রমরমা ছিল, আর না সেখান থেকে কোনো তারকা পৌঁছাতে পেরেছিলেন হিন্দি ইন্ডাস্ট্রি পর্যন্ত। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন মহেশ বাবু। বলিউডি পরিচালক প্রযোজকদের নজর পড়েছিল তাঁর উপরে।
আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’র প্রথম প্রস্তাব নাকি গিয়েছিল মহেশ বাবুর কাছেই। কিন্তু পত্রপাঠ নাকচ করে দেন অভিনেতা। মহেশ বাবু নিজেই বলেছেন, তিনি শুধুমাত্র তেলুগু ছবিতে কাজ করতে চান। হিন্দি ছবিতে কাজ করার দরকার নেই তাঁর। তিনি চান তাঁর তেলুগু ছবিকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে। তাঁর উদ্দেশ্য সফল হচ্ছে। অন্য অভিনেতাদের মতো হওয়ার দরকার নেই তাঁর।
আগামীতে ‘আর আর আর’ এবং ‘বাহুবলী’ খ্যাত এস এস রাজামৌলির সঙ্গে দুটি ছবিতে কাজ করতে চলেছেন মহেশ বাবু। অভিনেতার জন্য দুটি গল্পের প্রস্তাব রাখতে চলেছেন রাজামৌলি। এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত না হলেও তিনি দাবি করেছেন, তাঁর আগের ছবিগুলির মতোই এই দুটিই বড় মাপের ছবি হতে চলেছে।
ছবির নাম বা অন্যান্য তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেননি রাজামৌলি। তবে তিনি জানান, মহেশ বাবুর তরফে সবুজ সংকেত পেলেই চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু করে দেবেন তিনি।