সুন্দর লোকেশন, সাথে পেয়ে যাবেন কাজের লোক! ফ্ল্যাটের দামে বিক্রি হচ্ছে এই দ্বীপ

বাংলা হান্ট ডেস্ক: সকলেই স্বপ্ন দেখেন নিজের মত করে সুন্দর একটি বাড়ি বানানোর। পাশাপাশি, যুগের সাথে তাল মিলিয়ে অনেকেই পছন্দের ফ্ল্যাটও কিনে থাকেন। যদিও, বর্তমানের মুদ্রাস্ফীতির আবহে নিজের জন্য বাড়ি কেনা সহজ ব্যাপার নয়। কিন্তু, আমরা যদি বলি যে এবার আপনি বিলাসবহুল ফ্ল্যাটের দামেই আস্ত একটি দ্বীপ (Island) কিনে ফেলতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই অবাক হবেন? হ্যাঁ, অবাক হয়ে গেলেও এবার ঠিক এই সুযোগই রয়েছে। যার মাধ্যমে আপনি সমগ্ৰ একটি দ্বীপের মালিক হতে পারবেন খুব সহজেই।

মূলত, বর্তমান সময়ে বিশ্বের বড় বড় শহরগুলিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে যে খরচ করতে হবে তার চেয়েও কমে আপনি ওই দ্বীপটি কিনতে পারেন। দুর্দান্ত লোকেশন এবং কাজের লোকের উপস্থিতি সহ একাধিক সুবিধা আপনি পাবেন ওই দ্বীপটিতে। শুধু তাই নয়, আপনি গর্ব করে সবাইকে বলতেও পারবেন যে, আপনি কোনো বাড়ি বা ফ্ল্যাটের মালিক নন বরং একটি সম্পূর্ণ দ্বীপই আপনার মালিকানায় রয়েছে।

কি কি আছে ওই দ্বীপে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমরা যে দ্বীপটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি মধ্য আমেরিকায় অবস্থিত। ট্রপিক্যাল আইল্যান্ড ইগুয়ানা প্রায় ৫ একর জুড়ে বিস্তৃত। সেখানে নারকেল ও কলাগাছের বাগানের মাঝে নির্মাণ করা হয়েছে তিন কক্ষের বিলাসবহুল বাড়ির। এছাড়াও, ওই দ্বীপে একটি ২৮ ফুট উচ্চতার অবজারভেশন টাওয়ারও রয়েছে। যেখান থেকে দ্বীপটির চারপাশের সুন্দর দৃশ্য দেখা যায়।

উল্লেখ্য যে, metro.co.uk-এর রিপোর্ট অনুযায়ী, ইগুয়ানা দ্বীপ সমস্ত সুযোগ সুবিধা থেকে একদমই বিচ্ছিন্ন নয়। কারণ, এখানে আপনি WiFi এবং ফোনের সুবিধা ছাড়াও টিভি সিগন্যাল পাবেন। ইগুয়ানা দ্বীপটি নিকারাগুয়ার আগ্নেয়গিরির স্থান ব্লুফিল্ডস থেকে প্রায় ১২ মাইল দূরে অবস্থিত রয়েছে।

whatsapp image 2023 01 17 at 12.16.19 pm

৩.৮৬ কোটি টাকায় দ্বীপটি হয়ে যাবে আপনার: এমতাবস্থায়, এই দ্বীপটিকে কেনার ইচ্ছে থাকলে আপনাকে ৪ লক্ষ ৭৫ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৩.৮৬ কোটি টাকা খরচ করতে হবে। এই দামে বিশ্বের শ্রেষ্ঠ শহরগুলিতে এখন একটি ছোট ফ্ল্যাটও পাওয়া যায় না। এমনকি, আমাদের দেশে দিল্লি-মুম্বাইতেও এত টাকা খরচ করে শুধুমাত্র একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা যায়। কিন্তু এবার আপনি একটা পুরো দ্বীপের মালিক হতে পারবেন এই মূল্যেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর