বাংলা হান্ট ডেস্ক: প্যালেস্তাইনের (Palestine) সন্ত্রাসবাদী সংগঠন হামাসের (Hamas) আচকমকাই ইজরায়েলের (Israel) ওপর হামলার পর রীতিমতো যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে। কারণ, ওই হামলার পর হামাসের ঘাঁটিগুলিকে ধ্বংস করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে ইজরায়েল। তবে, এই লড়াইয়ের আবহেই সামনে এসেছে এক অবাক করা বিষয়। মূলত, হামাসের ভয়ঙ্কর সন্ত্রাসবাদীরা রীতিমতো হার মেনেছে ২৫ বছর বয়সী এক যুবতীর কাছে।
শুধু তাই নয়, ওই যুবতী গ্রামের বাসিন্দাদের একটি দলকে নেতৃত্ব দিয়ে ২৫ জন সন্ত্রাসবাদীকে খতম করে কিবতুজের (বিশেষ সম্প্রদায়) একটি গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন বলেও জানা গিয়েছে। তিনি নিজেই ৫ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছেন। আর এই বিষয়টি সামনে আসার পরেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই যুবতীর নাম হল ইনবল লিবারম্যান এবং তিনি ২০২২ সালের ডিসেম্বর থেকে নিরামে সিকিউরিটি কো-অর্ডিনেটর পদের দায়িত্ব সামলাচ্ছেন। গত শনিবার ভোরে ইনবল বিস্ফোরণের শব্দ শুনতে পান।
পাশাপাশি, ইনবল বুঝতে পেরেছিলেন যে, কিবতুজের ওপর বিস্ফোরণের শব্দগুলি সাধারণ রকেট আক্রমণ থেকে খুব আলাদা। এই জায়গাটি সেডরোটের কাছে এবং গাজা স্ট্রিপ থেকে অল্প দূরে অবস্থিত। তাই লিবারম্যান অস্ত্রাগার খুলতে ছুটে আসেন। তিনি অবিলম্বে তাঁর ১২ জন্য সদস্যের দলকে বন্দুক বিতরণ করেন এবং আক্রমণের জবাব দিতে থাকেন। লিবারম্যান তাঁর দলকে পুরো বসতি জুড়ে মোতায়েন করেছিলেন। যার ফলে দলটি সন্ত্রাসবাদীদের ওপর হামলা চালায়। এর ফলে বহু সন্ত্রাসবাদী ধরা পড়ে যায় এবং বড়সড় ধ্বংসলীলা ঠেকানো গিয়েছিল।
আরও পড়ুন: ঘুম উড়বে শত্রুদেশের! সফল পরীক্ষা সম্পন্ন হল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ভার্সানের, বড় আপডেট দিল IAF
লিবারম্যান পাঁচজনকে হত্যা করেন: প্রাপ্ত তথ্য অনুযায়ী, লিবারম্যান একাই পাঁচজন সন্ত্রাসবাদীকে হত্যা করেছেন। যেখানে বাকিরা চার ঘণ্টায় ২০ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেন। লিবারম্যানের দল নিরামকে রীতিমতো একটি দুর্গে পরিণত করেছিল। যা ভেদ করা ছিল অত্যন্ত কঠিন।
আরও পড়ুন: লাখ টাকার কাছাকাছি বেতন! এবার এই কেন্দ্রীয় সংস্থায় বিপুল শূন্যপদে হবে নিয়োগ, এভাবে করুন আবেদন
মিলবে পুরস্কার: মারিভ ডেইলির একটি রিপোর্টে বলা হয়েছে যে, ইনবল ইতিমধ্যেই তাঁর এহেন সাহসী কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসা পাচ্ছেন। এমতাবস্থায় , যুদ্ধ শেষ হলেই তিনি পুরস্কার পাবেন। এছাড়াও, তাঁদের এই বীরত্বের কাহিনী ইজরায়েলের ইতিহাসে পরবর্তী প্রজন্মের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইনবলের কারণেই আশেপাশের এলাকায় থাকা কিবুতজ নিরাপদে থাকে।