তৈরি হল ইতিহাস! IPL-এর মেগা নিলামে অংশগ্রহণ করবেন ইতালির এই ক্রিকেটার, চমকে দেবে পরিচয়

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই IPL (Indian Premier League)-এর ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে রিটেনশন তালিকা প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, মেগা নিলাম শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় সম্পন্ন হতে চলেছে এই নিলাম। এদিকে, মেগা নিলামের আগেই তৈরি হল বড় নজির। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে মেগা নিলামে অংশগ্রহণ করবেন থমাস ড্রাকা।

IPL (Indian Premier League)-এর মেগা নিলামে ইতালির ক্রিকেটার:

জানিয়ে রাখি যে, IPL (Indian Premier League)-এর নিলামে জন্য মোট ১,৫৭৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। যাঁদের মধ্যে ১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি খেলোয়াড়। এই বিদেশি খেলোয়ারদের মধ্যে থমাস ড্রাকাই একমাত্র খেলোয়াড় যিনি ইতালির ক্রিকেটার। এদিকে, IPL-এর জন্য সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করেছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। তাঁদের সংখ্যা ৯১ বলে জানা গেছে। গত ৩১ অক্টোবর, সমস্ত ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের আগে রিটেনশনের তালিকা প্রকাশ করে। যেখানে ১০ টি দল মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। এরপর ২০৪ জন খেলোয়াড়ের স্থান শূন্য হয়ে যায়।

This Italian cricketer will participate in the Indian Premier League auction.

গ্লোবাল T20 লিগে মুগ্ধ করেছেন ড্রাকা: ইতালির ডানহাতি ফাস্ট বোলার ড্রাকা সম্প্রতি গ্লোবাল T20 লিগে ব্রাম্পটন উলভসের হয়ে খেলেছেন এবং তাঁর পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দ্বিতীয় খেলোয়াড় হলেন ড্রাকা। তিনি ৬ টি ম্যাচে ১০.৬৩ গড়ে এবং ৬.৮৮ ইকোনমি রেটে ১১ টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ফের প্রেসিডেন্ট ট্রাম্প! পাবেন কোটি কোটি টাকা বেতন, সাথে রয়েছে ভাতাও, পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”

তাঁর মরশুমের সেরা পারফরম্যান্স ছিল সারের বিপক্ষে। ওই ম্যাচে ড্রাকা ৪ ওভারে ১৮ রানে ৩ টি উইকেট নিয়ে তাঁর দলকে জিতিয়েছিলেন। যদিও, পরবর্তীকালে ড্রাকার দল কোয়ালিফায়ার-২ তে টরন্টোর বিরুদ্ধে ৫ উইকেটে হেরে বিদায় নেয়।

আরও পড়ুন: হিন্দি নয়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে স্থান পেল বাংলা ভাষা! কারণ জানলে হবেন গর্বিত

অলরাউন্ডার হিসেবে অংশগ্রহণ করবেন তিনি: জানিয়ে রাখি যে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হতে চলা ILT20-এর আসন্ন মরশুমের জন্য এমআই এমিরেটসের সাথে ড্রাকা চুক্তিবদ্ধ হয়েছেন। এই বছরের জুনে লুক্সেমবার্গের বিরুদ্ধে ২৪ বছর বয়সী এই বোলার তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন এবং ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ টি উইকেট নেন। ড্রাকা এখনও পর্যন্ত ৪ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ৮.৫০ গড়ে এবং ৪.২৫ ইকোনমি রেটে ৮ উইকেট পেয়েছেন। ড্রাকা IPL-এর নিলামে অলরাউন্ডার বিভাগে অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে তাঁর বেস প্রাইস হল ৩০ লক্ষ টাকা। এমতাবস্থায়, এই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি ড্রাকাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর