বাংলা হান্ট ডেস্ক: ২০২৫-এর IPL (Indian Premier League)-এর আগে দলকে ঢেলে সাজাতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিগুলি। এমতাবস্থায়, ইতিমধ্যেই রিটেনশনের তালিকা প্রকাশ করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে। এবার ক্রিকেট অনুরাগীদের চোখ রয়েছে মেগা নিলামের দিকে। যেখানে পছন্দের খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
IPL (Indian Premier League)-এ এন্ট্রি নিতে চলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার:
এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবে সম্পন্ন হতে চলেছে IPL (Indian Premier League)-এর মেগা নিলাম। যার আগে একের পর এক চমকপ্রদ আপডেট সামনে আসছে। প্রথমেই জানিয়ে রাখি যে, এবারের নিলামে অংশগ্রহণ করবেন মোট ১,৫৭৪ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম দুর্ধর্ষ এই খেলোয়াড় নিজেকে বাইশ গজের কিংবদন্তি হিসেবে প্রমাণ করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ৪২ বছর বয়সে প্রথমবার IPL খেলার জন্য নিলামে অংশগ্রহণ করছেন তিনি।
হ্যাঁ, এই বিষয়টি জেনে চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। আসলে, এই প্রথমবার IPL (Indian Premier League)-এর নিলামে নাম তুলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় জেমস অ্যান্ডারসন। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। শুধু তাই নয়, অবসর নেওয়ার পর ইংল্যান্ড টেস্ট দলের কোচিং স্টাফ হিসেবেও দায়িত্ব সামলেছেন অ্যান্ডারসন। মূলত, ফাস্ট বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। এমতাবস্থায়, অত্যন্ত অভিজ্ঞ এই খেলোয়াড় এবার IPL-এ এন্ট্রি নিতে চান।
আরও পড়ুন: তাস খেলেই বিশ্বজয়! মিলল সোনার পদক, দেশের নাম উজ্জ্বল করলেন আসানসোলের সঞ্জিত
এই প্রসঙ্গে BBC রেডিয়োর পডকাস্টে অ্যান্ডারসন জানিয়েছেন যে, “আমার মধ্যে নিশ্চিতভাবে এখনও কিছু রয়েছে। আমি এটা বিশ্বাস করি যে এখনও আমি খেলতে পারি। আমার কখনোই IPL (Indian Premier League) খেলার সুযোগ ঘটেনি। তাই, সেই অভিজ্ঞতাও আমার হয়নি। আমার এখন এটা মনে হয়েছে যে খেলোয়ার হিসেবে আরও কিছু আমি দিতে পারি।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৪২ বছর বয়সী অ্যান্ডারসনের বেস প্রাইজ নির্ধারিত হয়েছে ১.২৫ কোটি টাকা। তিনি তাঁর কেরিয়ারে মোট ১৮৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে নিয়েছেন ৭০৪ টি উইকেট। এর পাশাপাশি তিনি ১৯৪ টি ODI ম্যাচে শিকার করেছেন ২৬৯ টি উইকেট। এছাড়াও, ১৯ টি আন্তর্জাতিক T20 ম্যাচে তাঁর ১৮ টি উইকেট রয়েছে। অপরদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১,১২৬ টি উইকেট, লিস্ট এ-তে ৩৫৮ টি উইকেট ও T20- তে ৪১ টি উইকেট রয়েছে অ্যান্ডারসনের। সবমিলিয়ে তাঁর নেওয়া উইকেট সংখ্যা পৌঁছে গিয়েছে ২,৫১৬-তে। এমতাবস্থায়, IPL (Indian Premier League)-এর মতো মেগা টুর্নামেন্টে অ্যান্ডারসন কোন দলের সাথে যুক্ত হতে পারেন সেটাই এখন দেখার বিষয়।