ছবিতে থাকা এই বাচ্চা মেয়েটিই ছিলেন রতন টাটার “গার্লফ্রেন্ড”! তাঁর গ্ল্যামার টেক্কা দিয়েছে দীপিকা-ক্যাটরিনাকেও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। প্রতিদিনই বেশকিছুটা সময় আমরা নেটমাধ্যমে কাটাই। পাশাপাশি, বিনোদন জগতের বিভিন্ন জনপ্রিয় তারকারাও নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। যার ফলে, কিছু কিছু সময় সেলিব্রিটিদের ছোটবেলার ছবিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যেগুলি দেখতে ভিড় জমান নেটিজেনরা।

এই প্রতিবেদনেও আমরা ঠিক সেইরকমই এক ছবি আপনাদের কাছে উপস্থাপিত করব। মূলত, ওই ছবিতে দু’জন বাচ্চা মেয়ের ছবি থাকলেও আমরা যে ছবিটি চিহ্নিত করে দিয়েছি সেই মেয়েটি হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এবং গ্ল্যামারাস অভিনেত্রী। এমনকি, একটা সময়ে তিনি বিজনেস টাইকুন রতন টাটার সাথেও ডেট করেছিলেন। এমতাবস্থায়, আপনি কি চিনতে পারছেন কে এই জনপ্রিয় অভিনেত্রী?

যদি চিনতে না পারেন, তাহলে জানিয়ে দিই যে ওই ছবিটি জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়ালের (Simi Garewal)। যিনি বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী। উল্লেখ্য যে, সিমি গারেওয়াল রতন টাটার সাথে “ডেট”-ও করেছিলেন। শুধু তাই নয়, তাঁরা দীর্ঘদিন একইসাথে সম্পর্কে ছিলেন এবং বিয়ে করতেও চেয়েছিলেন। কিন্তু কোনো কারণে তা সম্পন্ন হয়নি।

এমতাবস্থায়, একবার রতন টাটা সিমির টক শোতে, জানিয়েছিলেন তাঁর বিয়ে বেশ কয়েকবার হতে-হতেও হয়নি। অপরদিকে, সিমি গারেওয়াল বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরবর্তীকালে তাঁর জীবনে একাধিক মোড় আসে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সিমি গারেওয়াল প্রথমে বিয়ে করেছিলেন রবি মোহনকে।

 

View this post on Instagram

 

A post shared by Simi Garewal (@simigarewalofficial)

জানা যায় যে, তিন মাসের লং ডিসটেন্স রিলেশনশিপের পর তাঁরা দু’জনেই বিয়ে করেন। তবে, কয়েক বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক। শুধু তাই নয়, এই বিয়ের আগে ১৭ বছর বয়সে জামনগরের মহারাজার সঙ্গেও ডেট করেছিলেন অভিনেত্রী। পাশাপাশি, সিমির জীবনে মনসুর আলি খান পতৌদিও এসেছিলেন, কিন্তু শর্মিলা ঠাকুরের কারণে তাঁদের ওই সম্পর্ক ভেঙে যায়। তবে, বর্তমানে সিমি একাই রয়েছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X