শুধু শপিং নয়! ক্রেডিট কার্ড দিয়ে আস্ত গগনচুম্বী ইমারত কিনে ফেললেন এই ব্যক্তি, জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে পাল্লা দিয়ে প্রতিটি ক্ষেত্রেই ঘটছে পরিবর্তন। এমতাবস্থায় আর্থিক লেনদেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বর্তমান সময়ে সমগ্র বিশ্বেই ক্রেডিট কার্ডের (Credit Card) ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ গ্রাহক বার্ষিক বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করতে তাঁদের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে, কানাডার জনগণেরা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। পরিসংখ্যান অনুযায়ী কানাডায়, জনসংখ্যার ৮২.৭৪ শতাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেন।

ক্রেডিট কার্ড (Credit Card) দিয়েই গগনচুম্বী ইমারত কিনে ফেললেন এই ব্যক্তি:

তবে, এবার এই ক্রেডিট কার্ড (Credit Card) সংক্রান্ত একটি অবাক করা ঘটনা সামনে এসেছে। যেটি জানার পর চমকে যাবেন প্রত্যেকেই। পাশাপাশি, এই ঘটনাটিও ঘটেছে কানাডাতেই। প্রথমেই জানিয়ে রাখি যে, বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে কেনাকাটা করার জন্যই সবথেকে বেশি ব্যবহৃত হয় ক্রেডিট কার্ড। কিন্তু, এবার একজন কানাডিয়ান বিলিয়নেয়ার এমন কাণ্ড ঘটিয়েছেন যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কানাডিয়ান বিলিয়নেয়ার জোনাথন ওয়েনার তাঁর ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে একটি গগনচুম্বী ইমারত কিনে ফেলেছিলেন। ওয়েনার এই কাহিনিটি সম্প্রতি ফাইন্যান্সের ওপর ফোকাস করা ইউটিউব চ্যানেল বিগ শটের (Big Shot) সাথে একটি সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, ১৯৭৫ সালে তিনি ১০,০০০ ডলার ঋণ নিয়ে তাঁর রিয়েল এস্টেট ব্যবসা, ক্যান্ডারেল শুরু করেন। যা একটি বহু-বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ভারতের কয়টি উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে? সামনে এল পরিসংখ্যান, জানলে হয়ে যাবেন “থ”

৬.৫ কোটি ডলারে একটি ভবন কিনেছেন: উল্লেখ্য যে, ওয়েনার যখন ৬.৫ কোটি ডলারে রয়্যাল ট্রাস্ট ক্রেডিট কার্ড কোম্পানির বিল্ডিং কেনার সুযোগ পেয়েছিলেন, তখন তিনি রয়্যাল ট্রাস্ট গোল্ড ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে অর্থ প্রদান করেছিলেন।

আরও পড়ুন: ইন্টারভিউতে এই প্রশ্নের উত্তর দিয়েই করেন বাজিমাত! চমকে দেবে বৈষ্ণবীর IAS অফিসার হওয়ার কাহিনি

পেমেন্টে ২ শতাংশ সুবিধা: এদিকে, এই পেমেন্টের মাধ্যমে তিনি ২ শতাংশ লাভ পেয়েছিলেন। ওয়েনার জানান, তিনি যে ক্রেডিট কার্ডটি (Credit Card) ব্যবহার করছেন সেটি পার্চেসের ক্ষেত্রে ১ শতাংশ ছাড় দিত এবং তাঁকে বিল পেমেন্টের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়। যেটি ছিল ১ শতাংশের সমান। এভাবে তিনি ১৩ লক্ষ ডলারের লাভ করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর