আগে বেঁচতেন ফুচকা, তবে করোনা মোকাবিলা করতেই এখন বেঁচেন মাস্ক

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। lমানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে প্রায় তেরো হাজার। আগামী ৩রা মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।

corona virus 6

মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। কারণ গত মাস থেকে ভারতে লক ডাউন চলছে। আর এর মধ্যেই দিন আনে দিন খাই তাদের অবস্থা খারাপ।

এর মধ্যেই একজন ফুচকা বিক্রেতা তিনি ফুচকা বিক্রি ছেড়ে এখন মতো মন দিয়েছে মাস্ক বিক্রি করায়। তিনি জানান পরিস্থিতি বুঝতে তিনি এই নতুন কাজ শুরু করেছেন।

সম্পর্কিত খবর