বাংলাহান্ট ডেস্ক : জুলাই-অগাস্ট মাসের ছাত্র-জনতা আন্দোলনের চাপে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। কোটাবিরোধী সংস্কার আন্দোলন যে এভাবে গণ-আন্দোলনে পরিণত হবে তা হয়ত প্রথমে আঁচ করতে পারেননি হাসিনা। পরবর্তীকালে হাসিনার পদত্যাগের পর সেনার সাহায্যে বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাভার দখল করে অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশের (Bangladesh) সরকার বদলের নেপথ্যে এই ব্যক্তি
তবে বাংলাদেশের (Bangladesh) জুলাই-অগস্ট আন্দোলনে সেনাকে দমন–পীড়ন নীতি গ্রহণ করা থেকে সতর্ক থাকতে বলেছিলেন বলে সম্প্রতি চাঞ্চল্যকর দাবি করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।টুর্কের দাবি, বাংলাদেশে ছাত্র আন্দোলন চলার সময়ে সেদেশের সেনাকে দমন–পীড়ন নীতি গ্রহণ করা থেকে দূরে থাকার ‘পরামর্শ’ দেন তিনি। টুর্ক জানান, হাসিনার (Sheikh Hasina) নির্দেশের পরেও কড়া অবস্থান নেওয়া থেকে দূরে থাকে সে দেশের সেনা।
আরও পড়ুন : ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য ঘিরে শোরগোল! PoK নিয়ে জয়শঙ্কর যা বললেন….”রেগে লাল” পাকিস্তান
পরবর্তীকালে সেনার সাহায্যেই ‘সেফ প্যাসেজ’ করে ভারতে (India) পাঠানো হয় হাসিনাকে। তবে হাসিনার নির্দেশ সত্ত্বেও কেন কড়া অবস্থান নেওয়া থেকে বিরত থাকল বাংলাদেশ সেনা? কার আদেশে? রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জানান, ”ছাত্র ও সাধারণ জনতার আন্দোলন দমনে যাতে সেনা অংশ না নেয়, তার জন্যে সতর্ক করেছিলাম। এরপরই সরকার পরিবর্তন হয়েছিল বাংলাদেশে।”
আরও পড়ুন : ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন কলকাতা হাইকোর্টের ‘এই’ বিচারপতি? নাম সামনে আসতেই শোরগোল
এদিন টুর্ক দাবি করেন, ”আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন, জুলাই–অগাস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। আমরা (রাষ্ট্রসংঘ) তখন কী বলি, সেটার দিকেই আশা নিয়ে তাকিয়ে ছিল বাংলাদেশিরা। তখন আমরা সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, যদি বাংলাদেশি সেনা এই আন্দোলন দমনে নামে, তাহলে তারা আর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ থাকতে পারবে না। এরপরই আমরা পরিবর্তন দেখলাম বাংলাদেশে।”
ইউনূস প্রসঙ্গ টেনে ফলকার টুর্ক জানান, ” অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ইউনূস আমাকে বলেন যে, আমরা তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারব কিনা। বাংলাদেশে যা যা ঘটেছে সেই বিষয়ে অনুসন্ধান করার অনুরোধ জানান ইউনূস। গত বছর আমরা বাংলাদেশ যাই। ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”