প্লাস্টিকের পাইপ দিয়ে বাঁশি, তাক লাগালেন আসানসোলের জিতেন লুই দত্ত

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।

ভাইরাল ভিডিওগুলির মধ্যে এমন অনেক ভিডিও থাকে যার থেকে মানুষের প্রতিভা পরিস্ফুট হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্লাস্টিকের পিভিসি পাইপ দিয়ে বাঁশি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আসানসোলের চেলিডাঙার জিতেন লুই দত্ত। পেশায় তিনি পুরনিগমের অস্থায়ী কর্মী। রবীন্দ্র ভবনের বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের সাউন্ড সিস্টেমের দায়িত্বও তাঁর কাঁধে।

d56a7228 76ca 4884 b2ec 9aae30aa0ed1

ছোট থেকেই বাঁশি বাজানোর স্বপ্ন ছিল জিতেনের। ছোটবেলায় বাঁশির সুর শুনে শেখার ইচ্ছা জন্মেছিল। কিন্তু অর্থনৈতিক অবস্থার কারনে কোনওদিনই সেটা পূরণ হয়নি। এমনকি একটা বাঁশি কেনারও সামর্থ ছিল না তাঁর সেই সময়। তাই নিজেই মাথা খাটিয়ে বের করলেন এক অভিনব উপায়। প্লাস্টিকের পিভিসি পাইপ দিয়েই একেবারে আসল বাঁশির মতো বানিয়ে ফেললেন প্লাস্টিকের বাঁশি। এখন সেই বাঁশি বাজিয়েই মানুষের মন ভোলান জিতেন বাবু।

কিছুদিন আগেই আসানসোল রবীন্দ্রভবন সংষ্কারের কাজ শুরু হয়। সেখানেই কাজের জন্য এনে রাখা ছিল প্লাস্টিকের পাইপ। সেই পাইপ দিয়েই বাঁশি বানানোর কথা মাথায় আসে জিতেন বাবুর। সেই পাইপের টুকরো জুড়ে জুড়ে বাঁশি বানিয়ে ফেলেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর