কমল দত্ত,নদিয়াঃ এক ভবঘুরে তার গানের কন্ঠ আজ সারা বিশ্বে আলোরন সৃস্টি করেছে।ইতিমধ্যে তার মনোমুগ্ধ লতা কন্ঠী গান সোস্যাল মিডিয়া জগতে ভাইরাল হয়ে উঠেছে।এপর্জন্ত তার গান শুনেছে প্রায় ২৬ লক্ষের কাছাকাছি শ্রোতা।অবাক এই গানের সুর সারা জগতে সাধারন মানুষ থেকে এজগতের শিল্পীরা।
রানাঘাট প্লাটফর্মের একধারে পড়ে থাকা দিনভিক্ষুক আজ সবার কাছে প্রিয়।বেশকয়েকমাস আগে এই রানু বালাকে দেখা গিয়েছিল গুটি কয়েক লোকের মাঝে রানাঘাট বোগোপাড়ায়।তারাই প্রথম অন্য একটি গানের মাধ্যমে তার প্রতিভাকে তুলে ধরেছিল সোস্যাল মিডিয়াতে।তার পর থেকে গান শুনে মুগ্ধ হয়েছিল বহু শ্রোতা।
অনেকে নামিদামী শিল্পীর গান শোনেন কিন্তু এই ভবঘুরে কি আজ তার সন্মান বাড়ি ঘর আত্মীয়স্বজন ফিরে পাবেন।সেটাই এখন দেখার।আমাদের সমাজ এই ভবঘুরের জন্য কি করে।এমন এক শিল্পী জা হয়তো আমাদের মন আরো সুন্দর করে তুলবে যদি তার পাশে সবাই দাঁড়ায়।