বাংলা হান্ট ডেস্ক: ভারত ও মলদ্বীপের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার আবহে মলদ্বীপের (Maldives) বিদেশ মন্ত্রী মুসা জামির এবার বড় দাবি করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে, রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন মলদ্বীপ সরকারের প্রাথমিক দিনগুলিতে ভারত-মলদ্বীপ সম্পর্ক একটি কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে, মলদ্বীপের বিদেশ মন্ত্রী জোর দিয়ে দাবি করেছেন, উভয় দেশই এখন “ভুল বোঝাবুঝি” সমাধান করেছে। গত শুক্রবার শ্রীলঙ্কা সফরকালে জামির এই মন্তব্য করেন। এর পাশাপাশি, তিনি চিন ও ভারত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপরেও জোর দেন।
বড় প্রতিক্রিয়া মলদ্বীপের (Maldives) বিদেশমন্ত্রীর:
জামির বলেন, ভারতের সাথে সম্পর্ক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশেষ করে মলদ্বীপ (Maldives) থেকে ভারতীয় সেনাদের একটি ছোট দলকে সরিয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর প্রচারে পর বিষয়টি আরও বৃদ্ধি পায়। তিনি বলেন, মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে “ভুল বোঝাবুঝি” মিটে গেছে। “দ্য এডিশন” পত্রিকা জামিরকে উদ্ধৃত করে জানিয়েছে, “আপনারা জানেন, আমাদের সরকারের প্রাথমিক দিনগুলিতে (ভারতের সঙ্গে) কিছুটা উত্তেজনা ছিল। ভারত ও চিনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং উভয় দেশই মলদ্বীপের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।
শীঘ্রই ভারতে আসবেন মুইজ্জু: প্রসঙ্গত উল্লেখ্য যে, মলদ্বীপের (Maldives) বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রথম থেকেই “চিনপন্থী” হিসেবে পরিচিত। শুধু তাই নয়, তাঁর নেওয়া একাধিক পদক্ষেপও এই বিষয়টি বারংবার স্পষ্ট করেছে। ভারতের সাথে মলদ্বীপের সম্পর্ক প্রভাবিত হওয়ার ক্ষেত্রে এটাও একটি অন্যতম কারণ ছিল। যদিও, বর্তমান সময়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতে এসেছিলেন মুইজ্জু। তবে, ফের তিনি ভারতে আসতে চলেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: টেস্ট খেলতে আসার আগে হুঙ্কার বাংলাদেশের অধিনায়কের! ভারতকে করলেন সতর্ক
বিষয়টির পরিপ্রেক্ষিতে, মুইজ্জুর মুখপাত্র গত মঙ্গলবার জানিয়েছেন যে রাষ্ট্রপতি “খুব শীঘ্রই” ভারতে একটি সরকারি সফরে আসবেন। এদিকে, মলদ্বীপের (Maldives) বিদেশ মন্ত্রী জামির ওই দ্বীপরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জকে “অস্থায়ী” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছে ত্রাণ প্যাকেজের অনুরোধ করার কোনও পরিকল্পনা নেই মলদ্বীপের। তিনি আরও জানান, “আমাদের দ্বিপাক্ষিক অংশীদার রয়েছে। যারা আমাদের প্রয়োজন এবং আমাদের পরিস্থিতির প্রতি অত্যন্ত সংবেদনশীল।” তিনি চিন এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তির কথাও উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই দেশগুলি মলদ্বীপকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি মুসলিম যুবকের! অ্যাকশনে পুলিশ, তারপরে যা হল….
এদিকে, আমরা যদি মলদ্বীপের (Maldives) সামগ্রিক আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, মলদ্বীপের বর্তমানে ৪০.৯ কোটি মার্কিন ডলারের ঋণ রয়েছে। দেশটির বর্তমান বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের পরিমাণ ৪৪.৪ কোটি মার্কিন ডলার। প্রসঙ্গত উল্লেখ্য যে, জামিরের সঙ্গে মলদ্বীপের অর্থমন্ত্রী মোহাম্মদ শফিকও শ্রীলঙ্কা সফরে গেছেন। এই সফরে উভয় নেতা আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্কের আধিকারিকদের সাথে একাধিক বৈঠক করেন বলেও জানা গিয়েছে।