খরচ হবে মাত্র ১ টাকা! একবার চার্জ দিলেই চলবে ৬০০ কিমি, বাজারে আসছে এই দুর্দান্ত বৈদ্যুতিক ট্রাক

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) সংখ্যা। এমতাবস্থায়, চাহিদার উপর ভর করে এবং যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরণের বৈদ্যুতিক যানবাহন সামনে আনছে সংস্থাগুলি। এদিকে, আমরা সকলেই জানি যে পণ্য পরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রাক (Truck)। এবার বৈদ্যুতিক ট্রাকের বিষয়টিও সামনে এসেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আমরা যে ট্রাকটির বিষয়ে আপনাদের জানাতে চলেছি সেটি প্রতি কিলোমিটারে মাত্র ১ টাকারও কম খরচে চলতে পারে। পাশাপাশি, একবার চার্জ দিলেই ট্রাকটি ৬০০ কিলোমিটার পর্যন্ত সফর করতে সক্ষম হবে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি জেনে অবাক হয়ে গেলেও এবার ঠিক এইরকমই এক চমকপ্রদ ট্রাক সামনে আনছে বেঙ্গালুরুর অটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ট্রেসা মোটরস। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কোম্পানিটি বর্তমানে এই ট্রাকের নাম দিয়েছে মডেল VO 1। পাশাপাশি, ট্রাকটি ১১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।

অন্যদিকে, প্রযুক্তিগতভাবে বলতে গেলে, এই ট্রাকে এক্সেল ফ্লাক্স মোটর টেকনোলজি উপলব্ধ রয়েছে। এই প্রযুক্তিটিকে ফ্লাক্স ৩৫০-ও বলা হয়। এর বিশেষত্ব হল এটি গাড়িতে একটানা ৩৫০ KW শক্তি সরবরাহ করতে পারে।

ফাস্ট চার্জিং: এদিকে, এই অত্যাধুনিক ট্রাকে কোম্পানির তরফে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও প্রদান করা হয়েছে। যার ফলে মাত্র ২০ মিনিটেই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে। এই চার্জে এই ট্রাকটি ৪০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এছাড়াও, এটি ১১ টন ওজন সহ ঘন্টায় ৮০ কিলোমিটার বেগেও চলতে সক্ষম। কোম্পানির মতে, বর্তমানে ভারতে ২৮ লক্ষেরও বেশি ট্রাক রয়েছে, যেগুলি থেকে দূষণের পরিমাণ বৃদ্ধি পায়। তবে, এই ধরণের বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার শুরু হলে সেই চিন্তা অনকটাই কমবে।

পাশাপাশি, ট্রেসা মোটরসের সিইও রোহন শ্রাবণের মতে, “আমাদের টিম এখনও পর্যন্ত ২০০ টিরও বেশি বিভিন্ন ধরণের ট্রাক তৈরি করেছে এবং সেগুলি ভারত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে বিক্রি করা হয়েছে।”

দাম: উল্লেখ্য যে, বর্তমানে কোম্পানিটি এখনও এই ট্রাকের দাম সম্পর্কে কোনো তথ্য উপস্থাপিত করেনি। যদিও, সাধারণ ট্রাকের তুলনায় এই ট্রাকের দাম একটু বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি কবে নাগাদ ট্রাকটি লঞ্চ করা হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি।

This modern electric truck is coming to the market

স্ক্র্যাপেজ পলিসির পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে: মূলত, সরকার কর্তৃক লাগু করা স্ক্র্যাপেজ পলিসির পর, এই ধরণের বৈদ্যুতিক ট্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে। এর কারণ হল, বেশিরভাগ ট্রাক ডিজেলে চলে এবং স্ক্র্যাপেজ পলিসির অধীনে, তাদের বয়স এখন ১০ বছরের বেশি হতে পারবে না। এছাড়াও, ডিজেল সহ তাদের রক্ষণাবেক্ষণের বিশাল খরচের সামনে এই বৈদ্যুতিক ট্রাকগুলি অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত হবে। এগুলি চালানোর জন্য যে শুধুমাত্র খরচই কম হবে তা নয়, পাশাপাশি, ডিজেল ট্রাকের তুলনায় এগুলির কার্যকালও আরও বেশি হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর