বাংলাহান্ট ডেস্ক : সিনেমায় পশুপাখির ব্যবহার খুব একটা অস্বাভাবিক নয়। ইংরেজি, হিন্দি, বাংলা সব ভাষার ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে পশুপাখিদের (Monkey)। তবে কখনো শুনেছেন কি, তারা ছবির নায়কের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছে? সম্প্রতি এমনি এক অভিজ্ঞতার কথা জানালেন গোবিন্দা এবং চাঙ্কি পাণ্ডে। দুজনেই একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। আর সেখানেই নাকি ঘটেছিল এমন ঘটনা।
গোবিন্দার থেকে পারিশ্রমিক বেশি বাঁদরের (Monkey)
সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন গোবিন্দা, চাঙ্কি এবং শক্তি কাপুর। সেখানেই তাঁদের আড্ডায় উঠে আসে ‘আঁখে’ ছবির প্রসঙ্গ। ডেভিড ধাওয়ান পরিচালিত ছবিটিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই তিন তারকা। সেই সঙ্গে ছিল আরো এক স্টার, একটি বাঁদর (Monkey)। তাকে নিয়েই যত কাণ্ড! সেইসব মজার অভিজ্ঞতা শোতে শেয়ার করেন তিন অভিনেতা।
দামী হোটেলে থাকত বাঁদর: চাঙ্কি বলেন, বাঁদরটিকে (Monkey) নাকি তাঁদের থেকেও বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। আবার শক্তি জানান, মুম্বইয়ের পাঁচতারা হোটেল সান অ্যান্ড স্যান্ড এ একটি ঘরে রাখা হয়েছিল তাকে। তিনি মজা করে বলেন, যখনই ডেভিড বাঁদরটিকে (Monkey) ডাকত, চাঙ্কি হাজির হতেন। আবার চাঙ্কিকে ডাকলে বাঁদরটি হাজির হত। সেটে বেশ দহরম মহরম ছিল বাঁদরের।
আরো পড়ুন : ‘পিকচার আভি বাকি হ্যায়’… মুক্তির এক বছর পরেও দাপট অব্যাহত, ভারতের পর এই দেশে মুক্তি পেল ‘জওয়ান’
সেটে হত মজার কাণ্ড: এর আগেও অবশ্য এই ‘স্পেশ্যাল’ বাঁদরকে (Monkey) নিয়ে মুখ খুলেছিলেন চাঙ্কি পাণ্ডে। এক সাক্ষাৎকারে আঁখে ছবির বিষয়ে তিনি বলেছিলেন, তাঁকে বলা হয়েছিল যে তিনি বাদে আর সকলেরই ডবল রোল থাকছে ছবিতে। এতে চাঙ্কি অভিমান করায় তাঁকে একটা বাঁদর ধরিয়ে দেওয়া হয়। মজা করে বলেছিলেন অভিনেতা। তবে সেই বাঁদর নাকি যেমন তেমন ছিল না।
আরো পড়ুন : ঘুরে গেল খেলা! এবারে ভয়ে অস্থির “বেপরোয়া” বাংলাদেশ, নিয়ে ফেলল বিরাট সিদ্ধান্ত
চাঙ্কি জানিয়েছিলেন, দক্ষিণ থেকে নিয়ে আসা হয়েছিল তাঁকে। ফ্লাইটে তার সঙ্গে এসেছিল ৬ জন অ্যাসিস্ট্যান্ট। ফাইভ স্টার হোটেলে রাখা হয়েছিল তাকে। পারিশ্রমিক ছিল তাঁর এবং গোবিন্দার থেকেও বেশি। প্রচুর মজার কাণ্ড নাকি সেটে ঘটেছিল ওই বাঁদরের জন্য।