বাংলা হান্ট ডেস্ক : বিদ্যালয়গুলির ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু কিভাবে সেই দিনগুলো বিদ্যালয়গুলির নেবে তার একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এর মধ্যে দিয়ে একটা বিশেষ বার্তা দিতে চাইলো এবারের তালিকায়। বিশেষ দিবস গুলিকে পালনের বার্তা দিয়েছে সরকার।
লক্ষ্য করবার মতো বিষয় হলো মহালায়া সাথে পূজোর ছুটির যে ব্যবধান তা এবার নজর কাড়ার মতো।কোন বছর এমন ধরনের ছুটির লক্ষ করা যায় না। কিন্তু এবার মহালায়া পড়েছে বৃহস্পতিবার 17-9-2020 অন্যদিকে পূজোর ছুটি শুরু হচ্ছে 19-10 2020।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যথাক্রমে 9 দিন ও 13 দিন এর ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে।