অক্টোবর অবধি চলবে এই আন্দোলন, তারপর পরবর্তী তারিখ জানাবঃ রাকেশ টিকাইত

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী সীমান্তে কৃষকদের আন্দোলন চলবে অক্টোবর অবধি- সরাসরি জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকাইত (rakesh tikait)। কেন্দ্র সরকার এই তিনটি বিল প্রত্যাহার না করে নিলে, অক্টোবরের পরও চলতে পারে এই আন্দোলন, এমনটাও ইঙ্গিত দিলেন।

দিল্লীতে লাল কেল্লায় প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের বিক্ষোভ প্রদর্শনের প্রসঙ্গে কৃষকদের বদনাম করার অভিযোগ তোলেন রাকেশ টিকাইত। তিনি বলেন, ‘কৃষকদের নাম বদনাম করার জন্য আন্দোলনাকারী যুবকদের লাল কেল্লার রাস্তা দেখানো হয়েছিল। পাঞ্জাবের কৃষকদের বদনাম করার চেষ্টা করা হয়েছিল। গোটা কৃষক সম্প্রদায়কে অসম্মানিত করার পরিকল্পনা করা হয়েছিল’।

রাকেশ টিকাইত হুঙ্কার দিয়ে বলেন, ‘কেন্দ্র সরকার যতক্ষণ না পর্যন্ত এই আইন প্রত্যাহার করে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদী আন্দোলন চলবে। অক্টোবর অবধি তো চলবেই এবং তার পরেও চলবে। ভবিষ্যতে সেই তারিখ জানিয়ে দেওয়া হবে’।

দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের ওখানে বহু জায়গায় অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ব্যারিকেডও দেওয়া হয়েছে। আবার কৃষকদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের নেতারাও দেখা করতে আসছেন। যার কারণে রাজধানীর রাস্তায় যানজট দেখা দিচ্ছে।

এবিষয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, ‘আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের লোকজন দেখা করতে আসছেন। কোন নেতা এলে আমরা তো আর না করতে পারি না। রাস্তাঘাটে যে যানজট তৈরি হয়েছে, সেই সমস্যা কৃষকরা তৈরি করেনি। পুলিশরা রাস্তায় যে ব্যারিকেড গুলো দিয়েছে, সেজন্য রাস্তায় যানজট হয়েছে’।

Smita Hari

সম্পর্কিত খবর