বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এখন ‘জিবলি’ (Ghibli Image) ঝড়। কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে জাপানি ‘স্টুডিও জিবলি’র জগতে প্রবেশ করেছে মানুষ। বা বলা ভাল, ওই জগৎটাকেই টেনে এনেছে বাস্তবে। সকলেই আপাতত ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের জিবলি সংষ্করণ বানাতে ব্যস্ত। হুড়োহুড়ি এমনি পড়েছে যে স্বয়ং চ্যাটজিপিটি সিইও স্যাম অল্টম্যান হাত জোড় করে বলছেন, একটু ঘুমোতে দিন। তবে সেকথা মানুষের কানে গেলে তো! কিন্তু এবার এই মুসলিমপ্রধান দেশে জিবলি (Ghibli Image) নিয়ে শুরু হল কড়াকড়ি। জিবলি ইমেজ বানাতে নিষেধ করা হচ্ছে দেশে।
জিবলি ছবিতে (Ghibli Image) জারি হচ্ছে নিষেধাজ্ঞা
ওপেন এ আই এর মাধ্যমে জিবলি ছবি (Ghibli Image) বানানো কতটা সুরক্ষিত? এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা দিয়েছে বিতর্কও। এর মাঝেই জিবলি নিয়ে সতর্ক করল সংযুক্ত আরব আমিরশাহীর সাইবার বিশেষজ্ঞরা। তারা বলছেন, জিবলি ছবি (Ghibli Image) বানানোর জন্য নিজের ছবি আপলোড করতে হচ্ছে ব্যবহারকারীকে। এটা বায়োমেট্রিক ডেটা হিসেবে কাজ করছে, যা একবার হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আর বদলে ফেলার কোনো উপায় নেই। Help AG এর চিফ টেকনোলজি অফিসার সতর্ক করে জানান, জিবলি ছবি বানাতে গিয়ে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করছেন।
ঝুঁকি নিয়ে মন্তব্য বিশেষজ্ঞদের: তিনি আরো বলেন, ব্যবহারকারীরা যে ছবি আপলোড করছেন তা থেকে তাদের লোকেশন এবং ডিভাইসের ডিটেলস এর মতো মেটা ডেটাও ফাঁস হয়ে যেতে পারে। এর ফলে অনেক সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি বেড়ে যায়। উপরন্তু যখন এই ছবিগুলি অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হচ্ছে তখন বিপদের সম্ভাবনা আরো বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যে ডেটা গুলি (Ghibli Image) আপলোড করা হয় সেগুলি অ্যালগোরিদম উন্নত করার জন্য ব্যবহৃত হয়। কোনো ব্যবহারকারী এই পরিষেবার জন্য অর্থ প্রদান না করলে সম্ভাবনা রয়েছে যে এ আই মডেল গুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে ছবি।
আরো পড়ুন : ৪০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, নাসার মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় শুভাংশু শুক্লা
ফাঁস হতে পারে তথ্য: ব্যবহারকারীদের কাছে অধিকাংশ সময়ই এই তথ্য থাকে না যে তাদের দেওয়া ছবি কোথায় স্টোর করা হচ্ছে। ফলত এতে গোপনীয়তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞরা এও বলছেন, ডিজিটাল পরিচয় চুরি করতে বা নকল প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার হতে পারে। জিবলি ছবি (Ghibli Image) ব্যবহার করেও এই ধরণের সাইবার জালিয়াতি হতে পারে। এছাড়াও পরবর্তীতে ফেস রেকগনিশন প্রযুক্তিকে ধোঁকা দিতেও ব্যবহৃত হতে পারে ছবিগুলি।
আরও পড়ুন : পেট্রোল-ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা, শহরের ভোল বদলাতে বড় পদক্ষেপ সরকারের
সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, জিবলি ছবি সৃজনশীলতা প্রকাশের ভালো মাধ্যম। কিন্তু গোপনীয়তায় উদ্বেগের বিষয়গুলি নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। ডেটা ব্যবহারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির স্বচ্ছ থাকা উচিত বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা।