বিশ্বজুড়ে বাড়ছে ভারতের অস্ত্রের দাপট! এবার এই মুসলিম অধ্যুষিত দেশ কিনবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সারা বিশ্বে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) চাহিদা ক্রমশ বাড়ছে। যেটি ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একটা সময় ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারী ছিল। কিন্তু, এখন ভারত দাপটের সাথে অস্ত্র রফতানিও করছে। এদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এবার ভারত সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। এমতাবস্থায়, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের এই রাষ্ট্রপ্রধানের সাথে ভারত একাধিক চুক্তি করতে পারে।

ইন্দোনেশিয়া কিনবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে একটি চুক্তি হতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) নিয়েও। ভারত ও রাশিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যেটি অনেক দেশ এখন চাইছে। অনুমান করা হচ্ছে, এই সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত একটি চুক্তিতে সই করবেন এবং সেগুলি আগামী কয়েক বছরের মধ্যে সরবরাহ করা হবে।

This Muslim dominated country will buy BrahMos missile.

অংশগ্রহণ করবে ইন্দোনেশিয়ার সেনাও: জানিয়ে রাখি যে, দিল্লিতে সম্পন্ন হতে চলা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার ৪০০ সেনাও অংশ নেবে। আর এই বিষয়টিও অত্যন্ত ঐতিহাসিক। কারণ এখনও পর্যন্ত কোনও অতিথি দেশ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে এত বেশি সংখ্যক সেনা পাঠায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ যেটি ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) জন্য চুক্তি সম্পন্ন করবে। এর আগে ফিলিপিন্স ভারতের কাছ থেকে এই মিসাইল কিনেছিল। এছাড়া, এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তি চূড়ান্ত করেছে ভিয়েতনামও। ২০২০ সালে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ভারতে এসেছিলেন প্রবোও সুবিয়ান্তো। জানা গিয়েছে, সেই সময়ে তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করেছিলেন এবং তিনি ক্ষেপণাস্ত্র কেনার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ইন্দোনেশিয়ার বাজেটের অভাবে তা স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন: উপহারেও এগিয়ে মোদী! মার্কিন ফার্স্ট লেডিকে দিয়েছেন সবথেকে দামি “গিফট”, অবাক গোটা বিশ্ব

তবে, এখন প্রবোও সুবিয়ানতো নিজে ক্ষমতায় আছেন এবং তিনি তাঁর মেয়াদের প্রথম বছরটি জনকল্যাণমূলক প্রকল্পে উৎসর্গ করতে চান। এমতাবস্থায় তিনি নতুন অর্থবর্ষে অস্ত্র কিনতে পারেন। জানিয়ে রাখি যে, ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। এদিকে, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও, সাংস্কৃতিকভাবে সেখানে সনাতন ধর্মের প্রতীকও পাওয়া গেছে। এই কারণেও ইন্দোনেশিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়া ইন্দো-আসিয়ান শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে। এমতাবস্থায় সামগ্রিকভাবে দেখতে গেলে ব্রহ্মোসের মতো ক্ষেপণাস্ত্রের এহেন চাহিদা নিঃসন্দেহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকের! তালিকায় গুকেশ সহ মোট ৪ খেলোয়াড়

ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব: উল্লেখ্য যে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য বিশেষত্ব হল এটি জল, স্থল ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬৫০ কিলোমিটার দূর থেকে শত্রুকে আঘাত করতে পারে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কয়েকশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে গিয়েও এটি পথ হারায় না। এই ক্ষেপণাস্ত্র সমুদ্র থেকে উঁচু পাহাড় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর