বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) প্রতি দর্শকদের একটা আলাদাই ভালোবাসা রয়েছে! আর নতুন নতুন সিরিয়াল (Serial) আসায় আগ্রহ আরো বাড়ছে দর্শকদের মধ্যে। টিআরপির আশায় ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলি। সেই সঙ্গে নতুন অভিনেতা অভিনেত্রীদেরও জুটি হিসেবে পাচ্ছে দর্শকরা।
আরো এক নতুন সিরিয়াল (Serial) আসছে চ্যানেলে
বাংলা টেলিভিশন দুনিয়ায় স্টার জলসা চ্যানেলের বেশ ভালোই জনপ্রিয়তা রয়েছে। অন্যতম প্রথম সারির চ্যানেল বলেই পরিচিত স্টার জলসা। বছরের পর বছর ধরে নানান ধরণের ধারাবাহিক (Serial) এনে দর্শকদের মন জয় করছে এই চ্যানেল। এর মধ্যে বেশ কিছু সিরিয়াল ছোটপর্দার ইতিহাসে নামও তুলতে সক্ষম হয়েছে। এখন অবশ্য সময় বদলেছে। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে ধারাবাহিকের (Serial) ধরণ ধারণ।
কী নাম হবে নতুন মেগার: ইতিমধ্যেই জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল (Serial) ‘চিরসখা’। পাশাপাশি আরো কয়েকটি ধারাবাহিক শুরু হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার তালিকায় জুড়ল আরো এক নাম। যেমনটা জানা যাচ্ছে, আসন্ন সিরিয়ালটির (Serial) নাম হতে চলেছে ‘তোমাকে চাই’। ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশনের এই মেগায় থাকছেন একেবারে নতুন এক জুটি।
আরো পড়ুন : দু বছর গোপনে প্রেম, জলসার নায়কের সঙ্গেই বিয়ের পিঁড়িতে জি এর সিরিয়ালের নায়িকা!
কারা হচ্ছেন নায়ক নায়িকা: সিরিয়াল (Serial) তথা বড়পর্দার অতি পরিচিত নাম ইন্দ্রাশিস রায়। এর আগে স্টার জলসার একাধিক সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, আসন্ন ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে ‘বধূয়া’ খ্যাত জ্যোতির্ময়ী কুণ্ডুকে। দুজনেরই অভিনয় দক্ষতা দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছে। নবাগতা হলেও বধূয়া সিরিয়ালে (Serial) অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছিলেন জ্যোতির্ময়ী।
আরো পড়ুন : জলসার ঘরের মেয়ের সঙ্গে জুটি বাঁধছেন জি এর জনপ্রিয় নায়ক! ধামাকা প্রোমো আসছে নতুন ধারাবাহিকের
ইন্দ্রাশিসকে এর আগে ‘ধুলোকনা’, ‘বালিঝড়’ এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে। তবে বালিঝড় টিআরপির অভাবে বেশিদিন টানতে পারেনি। নতুন সিরিয়ালটি নিয়ে এখনো চ্যানেলের তরফে কোনো বিস্তারিত তথ্য দেওয়া না হলেও এই জুটিকে দেখতে দর্শকরা যে আগ্রহী হবে তা বলার অপেক্ষা রাখে না।