যাত্রীদের জন্য সুখবর! এই নতুন রেলওয়ে অ্যাপে মিলবে কনফার্ম টিকিট, থাকছে Netflix সহ একাধিক সুবিধাও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন (Train)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই নিশ্চিন্তে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের ট্রেন সফর আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে রেল (Indian Railways)। সেই রেশ বজায় রেখেই এবার NuRe Bharat Network এবং RailTel দ্বারা একটি নতুন রেলওয়ে অ্যাপ PIPOnet চালু করা হচ্ছে।

এই নতুন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাপে একসঙ্গে একাধিক পরিষেবা উপলব্ধ হবে। এর মধ্যে হোটেল বুকিং সহ ই-টিকিট এবং সফরকালে এন্টারটেইনমেন্ট অ্যাপের সুবিধা মিলবে। এই প্রসঙ্গে RailTel জানিয়েছে যে, NuRe Bharat Network-এর সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপ করা হয়েছে।

শীঘ্রই অ্যাপটি চালু হতে পারে: এদিকে, এই অ্যাপটি আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ হবে। যদিও iOS ব্যবহারকারীদের জন্য অ্যাপটি কতদিনে পাওয়া যাবে সে বিষয়ে কোনো তথ্য এখনও মেলেনি। তবে, সংশ্লিষ্ট কোম্পানির দাবি অনুযায়ী, Netflix, Uber, Ola-র মতো পরিষেবাগুলিকে তাদের পক্ষ থেকে ওই অ্যাপে ইন্টিগ্রেট করা হয়েছে। এছাড়াও ওই প্ল্যাটফর্মে যাত্রীদের অনলাইন ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, থাকার জন্য রিজার্ভেশন এবং খাবার পাওয়ার মতো সুবিধাও রয়েছে। পাশাপাশি, ওই অ্যাপে বিজ্ঞাপনের জন্যও জায়গা রয়েছে। মূলত, ওই কোম্পানিটি এই অ্যাপ থেকে আগামী ৫ বছরে ১,০০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে।

বিনামূল্যে পাওয়া যাবে না পরিষেবা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই অ্যাপে টিকিটের সাথে বিনামূল্যে কোনো পরিষেবা দেওয়া হবে না। মানে অনলাইনে ট্রেনের টিকিটের জন্য টাকা দিতে হবে। এছাড়াও, আপনি যদি অন্য কোনো পরিষেবা পেতে চান সেক্ষেত্রে আপনাকে সেটির জন্যও অর্থ প্রদান করতে হবে।

summer vacation special train

একটি অ্যাপেই একাধিক সুবিধা: PIPOnet-এর সিঙ্গেল রেলওয়ে অ্যাপে আপনি আরও একাধিক অ্যাপের সুবিধা পাবেন। এমতাবস্থায়, ব্যবহারকারীদের আলাদা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর