গরমের হাত থেকে বাঁচাতে পাখিদের ১০০০ মাটির ভাড় বিলি করল বৃদ্ধ

 

বাংলা হান্ট ডেস্ক :- যখন জলের অপর নাম ‘জীবন’, তখন জল ছাড়া আমাদের জীবনটাও দূর্বিসহ হয়ে ওঠা খুব স্বাভাবিক ব্যপার। তবে এই অসহ্যকর পরিস্থিতি শুধু আমাদেরই হয়না, সমস্ত পশু পাখিদেরও এই একই বদ্ধ পরিকর অবস্থা হচ্ছে এই কাঠফাটা গরমে।

 

কেরলের এরনাকুলামের মুপ্পাথাড়মের বাসিন্দা শ্রীমান নারান প্রাণীদের এই কষ্টের কথা মাথায় রেখেই এক অভিনব পন্থা অবলম্বন করলেন তিনি।

2db9f img 20190518 184735

সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,বছর ৭০ এর শ্রীমান প্রায় ১০০০টি মাটির ভাড় বিলি করেছেন শুধুমাত্র পাখিদের জল খাওয়ার স্বার্থে। তিনি বলেছেন-“এরনাকুলামের ইল্লুর ইড়ায়া একটি শিল্পাঞ্চল এবং এখানে জলাশয় খুব কম হওয়ায় প্রাণী তথা পাখিদের জলপানে খুব কষ্ট হয়,তাই আমি এই রাস্তা বেঁচে নিয়েছি তাদের জল পান করানোর জন্য”।

সম্পর্কিত খবর