বাংলা হান্ট ডেস্ক: এবার কার্যত নজির গড়লেন হরিয়াণার ফতেহাবাদ জেলার এক বৃদ্ধা। জানা গিয়েছে যে, গঞ্জ-চিন্দরের বাসিন্দা চাবলি দেবী মোট আড়াই কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে বারো একর জমি এক গোশালাকে দান করে দিয়েছেন। শুধু তাই নয়, গত রবিবারই জীবিত অবস্থাতেই তিনি তাঁর “মৃত্যু ভোজ”-ও সম্পন্ন করেন। যেখানে উপস্থিত ছিলেন গ্রামের মানুষরাও।
জানা গিয়েছে যে, ৮০ বছর বয়সী চাবলি দেবীর কোনো সন্তান নেই। পাশাপাশি, তাঁর স্বামী মণিরামের সাড়ে ২১ একর জমি ছিল। সন্তান না হওয়ায় তিনি তাঁর বড় দাদার ছেলের নামে ৯ একর জমি হস্তান্তর করেন। আপাতত সেই ছেলে এখন হিসারে থাকেন। চাবলি দেবী বলেন, যখন ওই বাকি ১২ একর জমি বণ্টনের কথা আসে, তখন অন্যান্য আত্মীয়রা সেটি নিজেরা না নিয়ে গোশালায় দান করতে অনুপ্রাণিত করেন তাঁকে।
যার ফলে আর বেশি কিছু না ভেবেই ওই ১২ একর জমি গোশালা কমিটির নামে হস্তান্তরিত করেন চাবলি দেবী। এই প্রসঙ্গে তিনি জানান, এই কাজে তিনি দারুণ তৃপ্তি পেয়েছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি গ্রামের বাসিন্দাদের কাছেও এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ছিন্দর গ্রামের গোশালায় এখন প্রায় ৭০০ গরু রয়েছে। পূর্বে এতসংখ্যক গরু রাখতে অনেক সমস্যায় পড়তে হত। কিন্তু, এই জমি দান করার পর এখন ১২ একর জমিতে প্রচুর পশুখাদ্য ও অন্যান্য ফসল রয়েছে। এতে গোশালার কাজও অনেক সহজতর হয়েছে।
এই প্রসঙ্গে সংশ্লিষ্ট গোশালা কমিটির সদস্যরা জানান যে, চাবলি দেবী জমি দান করার আগে থেকেই গোশালার সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, এর আগেও তিনি গোশালার বিভিন্ন কাজে লক্ষ লক্ষ টাকা দান করেছেন। যার সাহায্যে গোশালার শেড নির্মাণেও সাহায্য হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।