বাংলাহান্ট ডেস্ক : মাঘ পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। পিছিয়ে নেই টলিপাড়াও। ইতিমধ্যেই বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী (Serial) বসে পড়েছেন বিয়ের পিঁড়িতে। সেই সব অনুষ্ঠানে টলি তারকাদের ভিড়ও চোখে পড়ছে দিব্যি। এবার তালিকায় নাম লেখালেন ছোটপর্দা (Serial) তথা বড় পর্দার আরেক জনপ্রিয় নায়ক।
বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা (Serial)
একসময় সিনেমা, সিরিয়ালের (Serial) অতি পরিচিত মুখ ছিলেন তিনি। যদিও দীর্ঘদিন তাঁর দেখা মেলে না পর্দায়। এমনকি কামব্যাক করেও তেমন ভাবে আর ছাপ ফেলতে পারেননি অভিনেতা। তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছে কাটাছেঁড়া। এবার বিয়ে সেরে ফেললেন নায়ক।
দূরত্ব বেড়েছে অভিনয় থেকে: কথা হচ্ছে অভিনেতা জয় মুখোপাধ্যায়ের ব্যাপারে। একটা সময় ইন্ডাস্ট্রির ‘রগচটা’ নায়ক বলে দুর্নামই ছিল তাঁর। এমনকি তাঁর গরম মেজাজের জন্য কেরিয়ারেও (Serial) পড়েছিল প্রভাব। প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ চর্চিত ছিল।
আরো পড়ুন : দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান, বাংলার মুখ উজ্জ্বল করে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অরিজিৎ
বিয়ের ছবি ভাইরাল: সেসব অবশ্য এখন অতীত। শনিবার অলিভিয়া বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করেছেন তিনি। জানা গিয়েছে, নিজের প্রেমিকাকেই বিয়ে করেছেন অভিনেতা। তাঁদের জাঁকজমকপূর্ণ বিয়ের ছবি বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
আরো পড়ুন : জি বাংলার কাছে গোহারান হার, এক মাস পুরনো সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!
ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনেন না জয়। তবে একটা সময় সায়ন্তিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক সকলেরই জানা ছিল। কিন্তু টেকেনি সেই সম্পর্ক। শোনা যায়, অভিনেতার মেজাজই ছিল বিচ্ছেদের কারণ। এমনকি জয়ের বিরুদ্ধে আইনি অভিযোগও এনেছিলেন সায়ন্তিকা। টলিউডে ব্যানের মুখেও পড়েছিলেন জয়। তবে দীর্ঘদিন বাদে আবারো কামব্যাকের চেষ্টা করেন তিনি। ‘বিক্রম বেতাল’ নামে একটি ধারাবাহিকের (Serial) শুটিং করলেও তা সম্প্রচারিত হয়নি। শেষমেষ টলিউড থেকে দূরত্ব বাড়িয়ে নেন তিনি। তবে অভিনেতার বিয়ের ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।