বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) এর প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশজুড়ে। আগামী সাত দিন দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকেও আসছে শোকবার্তা। কিন্তু তাই বলে পাকিস্তানের গ্রামে শোকের আবহ! অদ্ভূত লাগলেও এটাই সত্যি। মনমোহনের সিং (Manmohan Singh) এর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশী দেশের এক গ্রামে!
মনমোহন সিং (Manmohan Singh) এর মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তানের গ্রাম
পাকিস্তানের চকওয়াল জেলার গাহ গ্রাম। বৃহস্পতিবার মনমোহন সিং (Manmohan Singh) এর প্রয়াণের খবর আসতেই মন ভারাক্রান্ত এই গ্রামের বাসিন্দাদের। কিন্তু সুদূর পাকিস্তানের এই গ্রামের সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কী সম্পর্ক? একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মনমোহন সিং এর পূর্বপুরুষরা এই গ্রামেরই বাসিন্দা ছিলেন। সেই সূত্রেই এই গ্রামের বাসিন্দাদের সঙ্গে এক বিশেষ টান রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর।
কী সম্পর্ক এই গ্রামের সঙ্গে: বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ছোটবেলায় এই গ্রামের স্কুলেই নাকি পড়াশোনা করেছেন মনমোহন সিং (Manmohan Singh)। ছোটবেলায় নাকি গ্রামে ‘মোহনা’ নামে পরিচিত ছিলেন তিনি। এই গ্রামের মানুষদের জন্য অনেক কিছু করেওছেন মনমোহন সিং (Manmohan Singh)। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই গ্রামে নাকি আগে কোনো ভালো স্কুল ছিল না। মনমোহন সিং এর উদ্যোগ পরে ভালো স্কুল চালু হয়।
আরো পড়ুন : প্রথম সংসার ভেঙে দ্বিতীয় বিয়ে, করিনার স্বামী হওয়ার আগে অমৃতাকে বিশেষ চিঠি লিখেছিলেন সইফ
কী জানালেন বাসিন্দারা: শুধু কী স্কুল, জানা যায় মনমোহন সিং (Manmohan Singh) এর উদ্যোগে গ্রামে হাসপাতালও তৈরি হয়। দীর্ঘদিন গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। গ্রামে সৌরবিদ্যুৎ নিয়ে আসার পেছনেও নাকি বড় ভূমিকা ছিল প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর।
আরো পড়ুন : “প্রকৃত রাষ্ট্রনায়ক….”, মনমোহনের প্রয়াণে শোক প্রকাশ করে কি জানালেন জো বাইডেন?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের এই গ্রামের বাসিন্দারা বলেছেন, মনমোহন সিং এর প্রয়াণ শুধু ভারতের নয়, তাঁদের কাছেও বড় ক্ষতি। জানা গিয়েছে, গ্রামের মসজিদে নাকি প্রয়াত মনমোহন সিং এর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন গ্রামের বাসিন্দারা।