বাংলার বুকেই আছে এক টুকরো মেঘালয়! বাঁকুড়ার পাহাড়ের কোলের এই পার্ক এখন ড্রিম ডেস্টিনেশন

বাংলাহান্ট ডেস্ক : প্রকৃতির সভা উপভোগ করার জন্য বাঁকুড়ার (Bankura) পাহাড়ি অঞ্চল বেশ উপযুক্ত। বিশেষ করে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ভিড় যেন কমতেই চায়না। অ্যাডভেঞ্চার মুলক বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুরের মন্দির, শিল্পকলা কি না নেই। সবমিলিয়ে দেখতে গেলে ছোটখাটো ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত জায়গা হল বাঁকুড়া।

বাঁকুড়ার সবথেকে নজর করা স্থানগুলি হল ভারত বোনাগ্রাম, শিউলি বোনাগ্রাম বা শুশুনিয়ার পাহাড়ি এলাকা। বাঁকুড়ার এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নতুন সংযোজন শুশুনিয়া পাহাড়ের কোলে মরুতবাহ ইকো পার্ক। অ্যাডভেঞ্চারমূলক ক্রিয়াকলাপের সুযোগ পাবেন এখানে। ছোট বড় সকলের জন্যই রয়েছে বিনোদনের ব্যবস্থা।

আরোও পড়ুন : এক্কেবারে কম খরচ! এই কলেজেই স্বল্পমূল্যে পড়তে পারবেন MBBS, জেনে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা

বাঁকুড়া জেলা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ইকো পার্কের প্রধান বৈশিষ্ট্য হলো শুশুনিয়া পাহাড় এবং তার প্রাকৃতিক সৌন্দর্য। দোলনা, স্লিপের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য ঘোড়ায় চড়ার সুযোগ রয়েছে। রক ক্লাইম্বিং এর মত অ্যাডভেঞ্চার্স স্পোর্টসের সুবিধা ও থাকছে এখানে।

আরোও পড়ুন : এক্কেবারে পাল্টে যাচ্ছে গোল্ড লোনের নিয়ম! নয়া নির্দেশিকা জারি RBI’র, আমজনতার লাভ নাকি ক্ষতি ?

এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে মনে হবে যেন এক টুকরো মেঘালয়ে বসে আছেন আপনি। এই ইকো পার্কের মধ্যেই রয়েছে মরুতবাহ রিসর্ট। সেখানে সুইমিং পুল, আউটডোর পুল, বার কি না নেই। সব থেকে আকর্ষণীয় হলো এখানকার খাবারের সুস্বাদু সব মেনু। ইচ্ছে করলে পর্যটকরা পরিবার-পরিজনদের নিয়ে এমন সুন্দর পরিবেশে বসবাস করতেও পারেন কিছুদিনের জন্য।

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরগুলিতে কমপ্লিমেন্টারি হিসেবে হাই স্পিড ওয়াইফাই অ্যাক্সেস, মিনি বার, ফ্ল্যাট স্ক্রিন টিভি, চা ও কফি তৈরীর সুবিধাও থাকছে মরুতবাহ ইকো রিসর্ট বুকিং করতে চাইলে সে ক্ষেত্রে ১০০% পেমেন্ট করতে হয়। বুকিং ক্যানসেল করলে সেই অর্থ ফেরত পাওয়া যায়। তবে পরিচয় পত্রের অভাবে চেকিং করতে না পারলে কোন অর্থ ফেরত পাবেন না।

IMG 20240519 195440

বুকিং বাতিল করার সময় কর্তৃপক্ষ কিছু অর্থ চার্জ করবে। আপনি যদি ৩০ দিন আগে বুকিং বাতিল করেন তবে পাঁচ শতাংশ, ২৫ দিন আগে বাতিল করলে ৫০ শতাংশ, ১৪ দিন আগে বাতিল করলে ৭৫% এবং ৬ দিন আগে বাতিল করলে ১০০ শতাংশই টাকা কেটে নেওয়া হবে। পোষ্য প্রাণীদের নিয়ে রিসর্টে প্রবেশের অনুমতি নেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর