বাংলাহান্ট ডেস্কঃ ভাগ্য (destiny), জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ ভাগ্যের কথা চিন্তা করে। কোন ভালো কাজে যেন সৌভাগ্য লাভের আশা করে, তেমনি বিপদের সময় খারাপ ভাগ্যের দোহাই দেয়। তবে অনেককেই দেখা যায় ভাগ্যের দোষ কাটাতে জ্যোতিষীর দরজায় যেতে। তবে জানেন কি বাড়িতে থাকা এমন কিছু গাছ, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে।
মানি প্ল্যান্টঃ অনেকেই ঘর সাজানোর জন্য এই গাছ ঘরে লাগালেও, এই গাছ ঘরে থাকলে অনেক পজেটিভ এনার্জির প্রবেশ ঘটে।
ক্লোভারঃ চারপাতা বিশিষ্ট ক্লোভার খুবই সৌভাগ্যদায়ী গুল্ম। এই গাছ মানুষের সৌভাগ্যের বৃদ্ধি করে।
জেড প্ল্যান্টঃ এই ধরণের পাতাবাহার গাছ দেখলে দিন ভালো যায় বলে মনে করা হয়। এই গাছও একধরনের সৌভাগ্যদায়ী গাছ। নতুন ব্যবসা এবং নতুন কিছু করার ক্ষেত্রে এই গাছ খুবই মঙ্গলজনক।
চাইনিজ ব্যাম্বুঃ চীনে উৎপত্তি হলেও এই গাছ যেকোন নার্সারিতে সহজেই পাওয়া যায়। এই গাছকে সৌভাগ্যের গাছও বলা হয়ে থাকে।
পাতাবাহার স্নেক প্ল্যান্টঃ পরিবারের সকলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখে।
বনসাই করা বট গাছঃ শরীর এবং সৌভাগ্য দ্রুই ভালো রাখে এই গাছ। বাড়ির যেদিকে আলো প্রবেশ, সেদিকেই রাখুন এই সৌভাগ্যের গাছ।
তুলসী গাছঃ অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখুন। এই গাছ স্বয়ং সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিকারী।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা