জ্যোতিষ মতে সেরা স্বামী বা স্ত্রী হতে পারেন এই রাশির জাতক জাতিকারা

বাংলাহান্ট ডেস্কঃ একটি পরিবার মানে একটি প্রতিষ্ঠান।একটি দাম্পত্যকে তুলনা করা চলে ফুলের বাগানের সঙ্গেও। সেখানে যদি সুরভিত রঙিন ফুল ফোটে তবে তার সুবাস ছড়াবে চারদিকে। সে সুবাসে নিজেরা যেমন আদরনীয় হয় তেমনি চারপাশকেও সুখী করে তোলে। কিন্তু শাস্ত্র মতে সকলের সাথে সকলের দাম্পত্য সুখী হয় না। কারন রাশি বিচারে প্রত্যেকের স্বভাব আলাদা হয়। আবার এমন কিছু রাশি রয়েছে যার জাতক কিম্বা জাতিকারা সংসার জীবনে প্রভূত সুখ পান। পাশাপাশি দাম্পত্যে সাফল্য ধরে রাখতে এঁদের জুড়ি মেলা ভার। জেনে নিন সবচেয়ে প্রিয় স্বামী বা স্ত্রী হতে পারেন কারা

u g P2ORP40

প্রথমেই যে রাশিটির কথা বলতে হয় তা হল কর্কট। স্বামী বা স্ত্রী হিসাবে এরা সবার সেরা। এরা সাধারনত স্বভাবের হয়ে থাকেন। মনের ভিতরের গোপন কথাটি অনায়াসেই প্রকাশ্যে নিয়ে আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা। এরা খুব ইমোশনাল তাই খুব গভীর ভাবে ভালোবেসে থাকেন ।

কর্কট রাশির পরেই দ্বিতীয় স্থানেই রয়েছে মীন। এরা স্বপ্ন দেখতে ভালোবাসেন। রোমান্টিসিজম ও কল্পনায় এরা সুখী দাম্পত্যের স্বপ্ন দেখে। একই সাথে সংসার সুখী করতে যত রকম বাধা টপকাতে হয় তার মোকাবিলা করতেও প্রস্তুত এরা।

france love romantic couple paris novel

বিয়ে নিয়ে সবচেয়ে আগ্রহী থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাই। তারা বিয়ের অনেক আগে থেকেই সুখি দাম্পত্য নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে। বিবাহের ব্যাপারে এদের উদ্যোগ চোখে পড়ার মত। সুন্দর সংসারজীবন ও দাম্পত্য এর লক্ষ্যে এরা চিরকাল অবিচল

 

 

সম্পর্কিত খবর