বাংলা হান্ট ডেস্ক : গাছ লাগান প্রাণ বাঁচান, দীর্ঘদিন ধরে এই স্লোগান পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং গাছ কাটা বন্ধ করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে কয়েক দশক ধরে যে ভাবে পরিবেশ কর্মীরা গাছ বাঁচানোর আন্দোলন শুরু করেছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি দীর্ঘদিন ধরে যে ভাবে গাছ কাটা নিয়ে আন্দোলন চলছে তার মধ্যে চিপকো আন্দোলন সর্বাধিক বিখ্যাত। এই চিপকো আন্দোলনের মাধ্যমে উত্তর প্রদেশের মানুষ হাজার হাজার গাছকে সংরক্ষণ করেছিল
তবে এবার সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে আবারও গাছ বাঁচাতে এগিয়ে এসেছে উত্তর প্রদেশের উজির গঞ্জ উন্নয়ন ব্লকের নাগাওয়া পঞ্চায়েতের প্রধান। রাস্তা সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য গাছ কাটা যাতে বন্ধ করা যায় তার জন্য গাছের উপর দেবদেবীর ছবি আঁকছেন তিনি, দায়িত্ব গাছের কাণ্ডের দিকে দেবদেবীর মূর্তি খোদাই করে সিঁদুর দিয়ে আঁকছেন এবং কাটা নয় বড় গাছ লাগানোর জন্য প্রার্থনা শুরু করেছে সেখানকার গ্রামবাসীরা।
গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, যেহেতু কোনটি আমাদের পঞ্চায়েতের একদম পিছনের দিকে রয়েছে তাই এই পঞ্চায়েতের মধ্যে দেখেই আমরা অনেক আশীর্বাদ পেয়েছি। এরপর তিনি আরও বলেন, তাঁরা যে সমস্ত গাছ লাগিয়েছিলেন তাঁর অধিকাংশই এতে ফেলা হলেও বর্তমানে তাঁদের জন্য অনেক গাছকে বাঁচানো সম্ভব হয়েছে তাই।
এখন সে এলাকার বাসিন্দা 8000 হলেও গাছের সংখ্যা দশ হাজার আর তাই তো এত বিপুল পরিমাণে গাছের সংখ্যা দেখে মানুষ লোভ সামলাতে পারছে না যদিও তাঁরা বিশেষ ভাবে সামলানোর চেষ্টা করছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার